X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হিন্দু মহাজোটের শীর্ষ নেতৃত্ব নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন-বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৪

জাতীয় হিন্দু মহাজোটের একাংশের সংবাদ সম্মেলন জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতৃত্ব নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও বিবৃতি দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিককে অব্যাহতি দেওয়ার কথা জানান জোটটির চার নেতা। খোঁজ নিয়ে জানা গেছে, মহাসচিব ঠিক আগের দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই চার নেতার পদ-পদবি স্থগিত করেন।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির সিনিয়র যুগ্ম মহাসচিব উত্তম কুমার দাস বলেন, ‘অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিককে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের আদর্শ ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা, আর্থিক অনিয়ম, সংগঠনের নামে চাঁদা আদায়সহ নানা অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়।’ এই পদে জোটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মৃত্যুঞ্জয় কুমার রায়কে পদায়ন করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গোবিন্দ চন্দ্র প্রামাণিকের ব্যর্থ নেতৃত্বের কারণে ২০১৫ ও ২০১৬ সালের দিকে সাংগঠনটির কাজকর্ম স্থবির হয়ে পড়ে। সঠিক পদক্ষেপের প্রতিশ্রুতি দিলেও তার স্বেচ্ছাচারিতা সমালোচনার জন্ম দিয়েছে।
জাতীয় হিন্দু মহাজোটের আরেক অংশের বিজ্ঞপ্তি অভিযোগের বিষয়ে সংগঠনটির মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই চার জনের পদপদবী সংগঠনের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে আগেই। এদের মধ্যে দুজন নানা সময় বিদেশি গেস্টদের সাক্ষাতের সুযোগ না পেয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।’ তিনি বলেন, ‘সেন্ট্রাল কমিটিতে সাড়ে তিনশ’ সদস্য। এর মধ্যে এক-দুই জন মিলে সংবাদ সম্মেলন করেছেন। আমাদের সংগঠনের নিয়ম হলো, সংগঠনের সভাপতি-সক্রেটারিকে সরাতে হলে কাউন্সিল ডাকতে হবে।’
সংগঠনটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায় এবং মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, সিনিয়র যুগ্ম মহাসচিব উত্তম কুমার দাস, জাতীয় হিন্দু মহাজোটের ভাইস পেসিডেন্ট এম কে রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন দে এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের যুব বিষয়ক সম্পাদক সমিরণ বাড়লের সাংগঠনিক দায়িত্ব কর্তব্য ও পদবি ৬ ফেব্রুয়ারি থেকে স্থগিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকায় সংগঠনের গঠনতন্ত্রের ৮ (ঝ) ধারার ১৩ ও ১৪ নং উপধারায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সিনিয়র যুগ্ন মহাসচিব উত্তম কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের গঠনতন্ত্রে বলে কর্যনির্বাহী কমিটির দুই তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে যেকোনও সিদ্ধান্ত নেওয়া যায়। আমরা কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত নিয়ে রেজ্যুলেশন পাশ করে উনাকে অব্যাহতির বিষয়টা সামনে এনেছি।’
উল্লেখ্য, অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির মহাসচিবের দায়িত্ব পালন করছেন।

 

 

/এইচএন/ইউআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত