X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ভাষাগত সমস্যায় প্রবাসী বাংলাদেশিদের আইইডিসিআরে যোগাযোগের অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৪

ভাষাগত সমস্যায় প্রবাসী বাংলাদেশিদের আইইডিসিআরে যোগাযোগের অনুরোধ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা সংশ্লিষ্ট দেশের স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করতে ভাষাগত সমস্যা পড়লে তাদের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে হট লাইনে বা মেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) কোভিড-১৯ নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ অনুরোধ জানান।
তিনি বলেন, যেকোনও প্রয়োজনে বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নাগরিকরাও ২৪ ঘণ্টা আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করতে পারেন। আইইডিসিআর তাদের সহযোগিতা করতে প্রস্তুত।
অধ্যাপক মীরজাদী সেব্রিনা বলেন, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে আক্রান্ত দেশগুলোর সার্বিক পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসের মাধ্যমে আমরা জানছি। সেসব দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদেরও যোগাযোগ হচ্ছে। বাংলাদেশি আক্রান্তদের বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তারা আমাদের আশ্বস্ত করেছে। তবে এরপরও কোনও সমস্যা হলে আমাদের হটলাইন নম্বর বা ইমেইলে যোগাযোগ করতে পারেন।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) রিপোর্ট অনুযায়ী, বিশ্বে মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৭৮ হাজার ৮১১ জন। এর মধ্যে চীনে শনাক্ত হয়েছেন ৭৭ হাজার ৪২ জন। ৬৫০ জন নতুন রোগী। চীনের বাইরে এখন পর্যন্ত ২৮টি দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে। সেসব দেশে নিশ্চিত রোগীর সংখ্যা ১ হাজার ৬৯ জন, নতুন রোগীর সংখ্যা ৩৬৭। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ১৭ জন নতুন রোগী। আর কোভিড-১৯-এ এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৪৪৫ জন।
সিঙ্গাপুরের পরিস্থিতি সর্ম্পকে অধ্যাপক মীরজাদী বলেন, সিঙ্গাপুরের গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও রোগী শনাক্ত হয়নি। আগেই ৮৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন। এটা আমাদের জন্য একটি স্বস্তির জায়গা বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘নিবিড় পরিচর্যা কেন্দ্রে যে বাংলাদেশি রয়েছেন তার উন্নতির ব্যাপারে সিঙ্গাপুরের স্বাস্থ্য বিভাগ আশাবাদী। বাকি চারজনও মোটামুটি সুস্থ হওয়ার পথে।’
হটলাইনে গত ২৪ ঘণ্টায় ৯৫টি কল এসেছে জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, এর মধ্যে ৭৮টি কল কোভিড-১৯ সর্ম্পকিত। আটজন সরাসরি আইইডিসিআরে আসেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর উপস্থিত ছিলেন।

/জেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো
শ্রমিক লীগের জনসভা শুরু
শ্রমিক লীগের জনসভা শুরু
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা