X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সাদাকাতের কাছে ‘বাবা’ শুধুই ছবি

রাফসান জানি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৬

সাদাকাতের কাছে ‘বাবা’ শুধুই ছবি

মেজর মোহাম্মদ মমিনুল ইসলামের মৃত্যুর ১২ দিন পর জন্ম হয় ছেলে সাদাকাত বিন মমিনের। বাবার সঙ্গে তার পরিচয় ছবির মাধ্যমে। সাদকাতের জন্মের আগেই পিলখানা ট্র্যাজেডির দিন ঘাতকদের হাতে প্রাণ হারান মেজর মমিনুল। তাই বাবা এখন তার কাছে শুধুই ছবি।  

মেজর মমিনুলের বোন জেবুন্নাহার সরকারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। পিলখানা হত্যাকাণ্ডের বিচারে প্রকৃত আসামিরা শাস্তি পাচ্ছে কিনা এ নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, ষড়যন্ত্রকারীরা সামনে আসেনি।

একই দাবি করেন পিলখানায় নিহত কর্নেল কুদরত ইলাহি শফিকের ছেলে অ্যাডভোকেট সাকিব রহমান। তিনি বলেন, ‘পর্দার আড়ালে থেকে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিচারে তাদের শাস্তি হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।’

সাদাকাতের কাছে ‘বাবা’ শুধুই ছবি

২০০৯ সালে ২১ ফেব্রুয়ারি সর্বশেষ কুদরত ইলাহি শফিকের সঙ্গে দেখা হয়েছিল সাকিবের। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাভার ক্যাম্পাসে থেকে লেখাপড়া করতেন সাকিব। ২১ ফেব্রুয়ারি জাতীয় স্মৃতিসৌধে বাবার সঙ্গে দেখা হওয়ার পর ২৭ ফেব্রুয়ারি রাতে সিএমএইচ-এ আবার দেখা হয়। তখন আর জীবিত নেই কুদরত ইলাহি শফিক। মুখের ডান পাশে গুলি লেগেছিল তার।

বাবা মৃত্যুর পর বছরগুলো দুঃসহ যন্ত্রণা নিয়ে কাটছে বলেও জানান সাকিব। তিনি বলেন, ‘জীবন থেমে থাকে না, চলে যাচ্ছে। কিন্তু বাবা ছাড়া জীবন যে কতখানি দুঃসহ, তা শুধু আমরাই টের পাচ্ছি। প্রতিনিয়ত বাবাকে মিস করি।’

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর ও বর্তমানে বিজিবির সদর দফতর পিলখানায় সংঘটিত হয় বর্বোরিচত হত্যাযজ্ঞ। এদিন বিপথগামী কিছু বিদ্রোহী বিডিআর সদস্য ৫৭জন সেনা কর্মকর্তা এবং নারী ও শিশুসহ আরও ১৭ জনকে নির্মমভাবে হত্যা করে।

সাদাকাতের কাছে ‘বাবা’ শুধুই ছবি

ঘটনার পর লালবাগ থানায় ডিএডি তৌহিদুল আলমসহ ছয় জনের নাম উল্লেখ করে হত্যা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। পরে মামলাটি নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০১০ সালের ১২ জুলাই পিলখানা হত্যা মামলায় ৮২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়াও বিস্ফোরক আইনে ৭৮৭ জনকে অভিযুক্ত করে আলাদা একটি অভিযোগপত্র দেয় সিআইডি। এরপর সম্পূরক চার্জশিটে আরও ২৬ জনকে আসামি করে বিস্ফোরক মামলায় আসামির সংখ্যা করা হয়। তবে বিস্ফোরক আইনের চার্জশিটে শুধুমাত্র বিডিআর সদস্যদেরই আসামি করা হয়েছে। বর্তমানে েই মামলার আসামি ৮০৪ জন।

উচ্চ আদালতেও আপিল শুনানি শেষে পিলখানা হত্যাযজ্ঞ মামলাটির পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে ৮ জানুয়ারি। অন্যদিকে একই ঘটনায় চলমান বিস্ফোরক আইনের মামলাটির কার্যক্রম নিম্ন আদালতেই এখনও শেষ হয়নি। এই মামলাটি বর্তমানে মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

 

/আরজে/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ