X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ঢাবি ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ করে দিলো ডাকসু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ২০:১৬আপডেট : ১৫ মার্চ ২০২০, ২০:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে রিকশা ভাড়া নির্ধারণ করে দিয়ে ভাড়ার তালিকা টানিয়েছে ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রিকশা ভাড়া নির্ধারণ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ রবিবার (১৫ মার্চ) থেকে পরীক্ষামূলকভাবে এই ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছে ডাকসুর সদস্য তানবির হাসান সৈকত। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর দিনে ভাড়া চূড়ান্তভাবে কার্যকর হবে। এই ভাড়ার হার দূরত্ব ভেদে সর্বনিম্ন ১০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত।

ডাকসু জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাবি এলাকায় রিকশা ভাড়া নির্ধারণ এবং তা কার্যকর করার লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে রিকশা ভাড়ার চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়েছে। এই ভাড়া রবিবার থেকে পরীক্ষামূলকভাবে কার্যকর হতে যাচ্ছে। পরে ১৭ মার্চ বাঙালি জাতির ইতিহাসের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন থেকে চূড়ান্তভাবে এই ভাড়া কার্যকর হবে।

ভাড়া কার্যকর করার আগে ক্যাম্পাসে যানবাহনে শৃঙ্খলা আনতে ও নির্ধারিত ভাড়া কার্যকর করতে প্রাথমিকভাবে ৫০ জন রিকশাচালককে নিবন্ধন করা হয়েছে বলে জানান ডাকসুর সদস্য সৈকত।
তিনি বলেন, তাদের জন্য আলাদা ড্রেস কোডের ব্যবস্থা থাকবে। এই নিবন্ধিত রিকশাচালক ছাড়া অন্য কেউ আমাদের নির্ধারিত বক্সগুলোতে দাঁড়াতে পারবেন না। অন্য রিকশা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে কিন্তু দাঁড়াতে পারবে না। সবাই আমাদের নির্ধারণ করা ভাড়ার তালিকা মেনে চলবেন। পরবর্তী সময়ে রিকশার সংখ্যা আরও বাড়ানো হবে।

বক্সের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপাতত ক্যাম্পাসে ১৭টি বক্স মার্ক করা হয়েছে। এই বক্সেই রিকশা দাঁড়াবে। এই বক্সের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে, রিকশাচালকদের কাছ থেকে ২ কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র/ রিকশার লাইসেন্স /জন্মসনদের ফটোকপি নিয়ে রাখছে ডাকসু।

/এসও/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?