X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

সেই প্রজ্ঞাপন বাতিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২০, ১৯:৪৩আপডেট : ২৬ মার্চ ২০২০, ২০:২১

বাতিলের আদেশ সাধারণ রোগীদের চিকিৎসা সেবা না দেওয়া হলে সেনাবাহিনী বা থানার ওসিকে রিপোর্ট করার জন্য দেওয়া প্রজ্ঞাপন বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সাধারণ চিকিৎসকসহ চিকিৎসক নেতা, চিকিৎসক সংগঠনের প্রতিবাদের মুখে মন্ত্রণালয় প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত নেয়।

এর আগে, গতকাল (২৫ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রোকেয়া খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘সব পর্যায়ের হাসপাতালসমূহে সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসা, জরুরি চিকিৎসা, নতুন আসা রোগীদের ভর্তি করাসহ সব রোগীদের সেবা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।’

সেখানে আরও বলা হয়, ‘কোনও হাসপাতাল এ নির্দেশ অমান্য করলে ভুক্তভোগীকে তাৎক্ষণিক স্থানীয় সেনাবাহিনীর টহলপোস্টে দায়িত্বরত কর্মকর্তা বা নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করার অনুরোধ করা হলো। এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বাতিল, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম নেয়। একাধিক চিকিৎসক রাতেই বাংলা ট্রিবিউনকে বলেন, এ আদেশ প্রত্যাহার করা না হলে তারা চাকরি ছেড়ে দেবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল রাতেই প্রজ্ঞাপনটি বাতিল হয়েছে বলে জানানো হয়।

গতকাল রাতেই (২৫ মার্চ) স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ জানিয়ে বলেন, প্রজ্ঞাপনটি আমার নজরে আসার পরই সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে, প্রজ্ঞাপনটি প্রত্যাহার করা হয়েছে।

শাস্তি বিষয়ক সেই প্রজ্ঞাপন পরে বৃহস্পতিবার (২৬ মার্চ) উপসচিব রোকেয়া খাতুন স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, ‘সাধারণ রোগীদের চিকিৎসা সেবায় অস্বীকৃতি প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ বিষয়ক আদেশটি বিজ্ঞপ্তি দিয়ে বাতিল করা হলো।’

এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ রোগীদের চিকিৎসা বা সেবা প্রদানকারীদের অস্বীকৃতির বিষয়ে যে আদেশ জারি করা হয় তা আমার নজরে আসার সঙ্গে সঙ্গে বাতিল করেছি।। সেটি যথাযথ ছিল না বিধায় তা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নিয়ে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি। 

এদিকে, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়শনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহীউদ্দীন জানান, তারা এ প্রজ্ঞাপন দেখার সঙ্গে সঙ্গেই স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। আগের প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ ধরনের বিভ্রান্তিমূলক কাজের সঙ্গে যারা জড়িত, তাদের শাস্তির দাবি জানাচ্ছি।

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনও প্রজ্ঞাপনটি বাতিলের দাবি জানিয়েছিল।

 

 

/জেএ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে বিএসএফের আর কোনও আগ্রাসন বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম
সীমান্তে বিএসএফের আর কোনও আগ্রাসন বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’-কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’-কে সীমান্তে পাঠালো ভারত 
এশিয়ান কাপে অন্য দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য কতটা?
এশিয়ান কাপে অন্য দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য কতটা?
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল