X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

৫৪ প্রবাসীর খোঁজে মোহাম্মদপুর থানা পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২০, ২০:২৬আপডেট : ২৭ মার্চ ২০২০, ২১:৪৭

মোহাম্মদপুর সম্প্রতি বিদেশ থেকে দেশে এসেছেন এমন ৫৪ জনকে খুঁজছে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ। তারা ঠিকভাবে হোম কোয়ারেন্টিন মানছে কিনা, তা নজরদারিতে রাখার জন্য বিদেশ ফেরত এই ব্যক্তিদের খোঁজা হচ্ছে। তবে এদের অনেককেই বর্তমান ঠিকানায় পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সম্প্রতি যারা বিদেশ থেকে এসেছেন, তারা হোম কোয়ারেন্টিন মানছেন কিনা, তার খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আমাদের থানা এলাকায় বিদেশ ফেরত এমন ৫৪ জন রয়েছেন বলে পুলিশ সদর দফতর থেকে তথ্য এসেছে। আমরা তাদের খোঁজ নিচ্ছি।’

বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দফতর সারাদেশে প্রবাসীদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য কাজ করছে। প্রবাসীদের পাসপোর্টে দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের খোঁজ নিচ্ছে পুলিশ।

মোহাম্মদপুর থানার ওসি বলেন, ‘আমরা ৫৪ প্রবাসীর সবাইকে ঠিকানা অনুযায়ী পাইনি। কিছু পাওয়া গেছে, অনেকে গ্রামের বাড়িতে চলে গেছেন। আবার কাউকে পাওয়াই যায়নি। যেসব বাড়িতে প্রবাসী রয়েছেন, সেখানে আমরা সবার সুবিধার্থে সাংকেতিক চিহ্ন দিয়েছি, মানুষ যেন সচেতন থাকতে পারেন।’

ওই সব বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে পুলিশ নিয়মিত কাজ করবে বলেও জানান তিনি।

/এআরআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?