X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

চার দিনের শিশুকে নিয়ে রাস্তায় মা!

সঞ্চিতা সীতু
৩১ মার্চ ২০২০, ১৩:৩৩আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৪:২৫

চার দিনের শিশুকে নিয়ে রাস্তায় মা!

২৬ মার্চ জন্ম। তাই শিশুটির নাম রাখা হয় বিজয়। হিসাব করলে বয়স মাত্র চার দিন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্ম নেওয়ার পর এখন ওর ঠিকানা রাজধানীর পুরানা পল্টন মোড়ের ফুটপাত। শহরজুড়ে করোনা আতঙ্কের মধ্যে রাস্তাঘাট এমনিতেও ফাঁকা। তারপরও যে দুয়েকজন চলাচল করছেন, তারাও অবাক দৃষ্টি ফেলতে বাধ্য হচ্ছেন ফুটপাতে বসে থাকা মা ঝুমুরের কোলের দিকে।

জানা যায়, শিশুটির বাবার নাম হৃদয়। কুমিল্লার কুটালি সাতওয়ারা গ্রামে বাড়ি তার। ঢাকায় এসেছেন অনেক দিন হলো। পল্টন মোড়েই পরিচয় ঝুমুরের সঙ্গে। ঝুমুর তখন সেখানকার বাসে বাসে হকারি করতেন। মলিন আর নোংরা পোশাকের আড়ালে লুকানো ঝুমুরের রূপে মজে যান হৃদয়। একদিন জানিয়ে দেন ভালোলাগার কথা। রাস্তায় বেড়ে ওঠা অনিরাপদ জীবনে ঝুমুরও নিরাপদ জীবনের আশা দেখলেন হৃদয়ের চোখে। তারপর পরিণয়। তবে বিয়ের তারিখটা ঠিক বলতে পারলেন না ঝুমুর। লাজুক হেসে জানালেন, এই সাড়ে ১১ মাস হলো।

জানা গেলো, কুমিল্লা থেকে কাজের খোঁজে ঢাকায় এসেছিলেন হৃদয়। কাজ না পেয়ে রাস্তায় হকারি শুরু করেন। এরমধ্যেই পরিচয় হয় ঝুমুরের সঙ্গে। ১১ মাসের সম্পর্কে প্রেম আর বিয়ে। চারদিন হলো তাদের কোলজুড়ে এসেছে ফুটফুটে এক শিশু ছেলে। স্বাধীনতা দিবসে জন্ম বলে ছেলের নাম রেখেছেন বিজয়। এবার স্বাধীনতা দিবসে কোনও আনুষ্ঠানিকতা হয়নি দেশজুড়ে। তবে তাদের হৃদয়ে বাঁধভাঙা আনন্দ নিয়ে এসেছে এবারের নিভৃতে পালিত হওয়া জাতীয় দিবসে।

ছেলের জন্মের প্রসঙ্গে বাবা হৃদয় বলেন, ঢাকা মেডিক্যালে জন্ম। তবে এখন রাস্তায় থাকার কারণ হিসেবে তিনি আরও বলেন, ‘কী করবো, বাড়িঘর নেই। থাকবো কই।’

জানা যায়, পথে থাকা মানুষগুলোর ঠাঁই নেই কোথাও। হয়নি খাবারের ব্যবস্থাও। সরকারের পক্ষ থেকে বারবার নানা উদ্যোগের কথা বলা হলেও সবাই সেই সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। তারা বলছেন, মাঝে মধ্যে একটা দুইটা গাড়ি এসে খাবার দিয়ে গেলেও তা পর্যাপ্ত না। আর ঝুমুরের বাচ্চা হওয়ার কারণে তিনিও দৌড়ে গিয়ে খাবার আনতে পারছেন না।

এই পরিস্থিতিতে পথের মানুষদের প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, মুজিব শতবর্ষে এসব শিশুর অধিকার রক্ষা করা হবে। এই অবস্থায়, করোনার এই সময়ে, কোনও শিশু যাতে ঝুঁকির মধ্যে না পড়ে সে বিষয়টি দেখাও সরকারের কাজ। শুধু কিছু খাবার দিলেই হবে না, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে পারবেন না, তাদের কাছে খাবার পৌঁছে দিতে হবে, যাতে কেউ না খেয়ে না থাকে।’

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
সর্বশেষ খবর
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র