X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

৫০০ হিজড়া পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২০, ২১:৪৯আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:৫৩

৫০০ হিজড়া পরিবারকে ত্রাণ সামগ্রী দিলেন ঢাকা উত্তরের নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম

হিজড়া সম্প্রদায়ের ৫০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (৪ এপ্রিল) উত্তরা ১৩ নং সেক্টরের খেলার মাঠে সবাই মিলে সবার ঢাকা প্লাটফর্ম থেকে হিজরা সম্প্রদায়ের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। মেয়র নিজে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে শৃঙ্খলার মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আগত সকল অতিথি ও স্থানীয় লোকজনকে তিন ফুট দূরে দূরে গোল বিত্ত করে দেওয়া হয়। যারা ত্রাণ নিতে আসছেন তারাও তিন ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে ছিলেন। কোনোভাবেই যেন সামাজিক দূরত্ব ভঙ্গ না করা হয় তা মেয়র সবাইকে স্মরণ করিয়ে দেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, আপনারা তিন ফুট দূরত্ব বজায় রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারি বেসরকারি সকল পর্যায় থেকে বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে। আমরা সবাই নিয়ম মেনে চলবো, সামাজিক দূরত্ব মেনে চলবো। এই সংকটকালীন সময় এগুলো মেনে চলতেই হবে। নিয়মিত হাত ধুতে হবেই।

তিনি বলেন, এই শহরকে এই দেশকে বাঁচাতে হলে নিয়ম মেনে চলতে হবে। কেউ ভিড় করবেন না। আপনাদের জন্য নির্দিষ্ট জায়গায় প্যাকেট রাখা আছে প্রত্যেকে একটি করে প্যাকেট নিয়ে যাবেন। এখানে প্রতীকী হিসেবে কিছু প্যাকেট দেওয়া হচ্ছে, এরপর ৫০০ পরিবারের প্রত্যেকের ঘরে এই ত্রাণ সামগ্রী পৌঁছে যাবে।

৫০০ হিজড়া পরিবারকে ত্রাণ সামগ্রী দিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম

মেয়র বলেন, এই সমাজে প্রত্যেকের বেঁচে থাকার অধিকার আছে। অন্য সাধারণ মানুষের মতো আপনারা সুন্দরভাবে বাঁচবেন। আমরা চাই সকলেই সুন্দরভাবে বেঁচে থাকুক। আমরা সকলে মিলে সবার ঢাকা গড়বো। এজন্য এই উদ্যোগ সবাই মিলে সবার ঢাকা। তবে তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, কেউ গুজবে কান দেবেন না।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দেখা যায় মেয়র পাশে দাঁড়িয়ে আছেন। আর তিন ফুট দূরত্বে একটি করে প্যাকেট রাখা হয়েছে। সেখানে চাল, ডাল, আলু, সাবান ও তেল রয়েছে। একজন একজন সারিবদ্ধভাবে আসছেন আর প্যাকেট নিয়ে চলে যাচ্ছেন। কেউ কারো হাতে তুলে দিচ্ছেন না।

মেয়র বলেন, আমরা নিজেরা বলছি সামাজিক দূরত্ব বজায় রাখতে। তাই আমি সবার দূরত্ব নিশ্চিত করেই ত্রাণ দিয়েছি। কমিউনিটির মাধ্যমে যেন প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে না পরে সেজন্যই এই উদ্যোগ।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সদর দফতরের ডিআইজি (প্রশাসন) এবং উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান, স্থানীয় কাউন্সিলর শরিফ উদ্দিন, ডিএনসিসি’র কর্মকর্তাবৃন্দ।

 

 

/এসএস/টিএন/
সম্পর্কিত
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
এই তপ্ত রোদে কেমন আছেন ফুড ডেলিভারিম্যানরা?
সর্বশেষ খবর
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
সর্বাধিক পঠিত
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে