X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ফুলব্রাইট প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ করছে যুক্তরাষ্ট্র দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২০, ০৫:৫৯আপডেট : ০৬ মে ২০২০, ০৬:১১

মার্কিন দূতাবাস, ঢাকা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস ২০২১-২২ শিক্ষাবর্ষে ফুলব্রাইট বিদেশি শিক্ষার্থী প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ করছে। মঙ্গলবার (৫ মে) দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রোগ্রামটিতে যুক্তরাষ্ট্রে ২০২১ এর সেপ্টেম্বর থেকে শুরু হওয়া একটি মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের জন্য অনুদান দেওয়া হবে (সম্পূর্ণ অর্থায়নকৃত)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রোগ্রামটির পছন্দনীয় প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জুনিয়র শিক্ষক এবং গবেষণা প্রতিষ্ঠান, থিঙ্ক ট্যাঙ্ক, এনজিও ও সরকারি-বেসরকারি খাতের জুনিয়র থেকে মধ্যস্তরের কর্মী। ২০২১-২২ শিক্ষাবর্ষের এই কর্মসূচির জন্য ২০২০ সালের ২০ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

এতে বলা হয়, ফুলব্রাইট বিদেশি শিক্ষার্থী প্রোগ্রামের লক্ষ্য যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে ইচ্ছুক তরুণ পেশাজীবী খুঁজে বের করা; যারা দূতাবাস বিষয়ে জ্ঞানের সব শাখায় অধ্যয়নের জন্য আবেদন গ্রহণ করবে। এসব বিষয়ের মধ্যে বিশেষভাবে থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পাঠ্যক্রমের বিকাশ, সামাজিক বিজ্ঞানসমূহ, মানবিক বিষয়, ব্যবসা, অর্থনীতি, জননীতি, মনোবিজ্ঞান, ফলিত বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, নগর পরিকল্পনা, শিল্পকলার বিষয়সমূহ, ফ্যাশন ও টেক্সটাইল এবং নিরাপত্তা।

ফুলব্রাইট বিদেশি শিক্ষার্থী প্রোগ্রামের জন্য অনুদানের সুবিধার মধ্যে রয়েছে আনুষাঙ্গিক সব ব্যয়, যাতায়াতের বিমান ভাড়া,  অ্যাকাডেমিক ফি, থাকা খাওয়া ও ছোটখাটো ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি, বইভাতা, স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা, ভ্রমণ ভাতা এবং অতিরিক্ত লাগেজ ভাতা।

যোগ্য হওয়ার জন্য প্রার্থীদের যা অবশ্যই লাগবে সেগুলো হচ্ছে—অনন্য অ্যাকাডেমিক রেকর্ডসহ কমপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রি, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কোনও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকা বা যুক্তরাষ্ট্রে কোনও চলমান ডিগ্রি প্রোগ্রামে ভতি না থাকা, কোনও বিদেশি দেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি ইতোমধ্যে না থাকা। তবে যারা বাংলাদেশি মাস্টার্স ডিগ্রিধারী তারা যোগ্য হবেন, প্রস্তাবিত অধ্যয়নের বিষয়ে কমপক্ষে দুই বছরের পূর্ণকালীন পেশাগত অভিজ্ঞতা থাকা,  ন্যূনতম আইবিটি টোফেল স্কোর ৮০/আইইএলটিএস ৭ সহ ইংরেজিতে সাবলীল হওয়া, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, আবেদনের সময় বাংলাদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিক হওয়া এবং ডিগ্রি শেষ করার আগে দেশে ফিরলে ফিরতি টিকিটের মূল্য ফেরত দিতে রাজি থাকা।

 

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী
বিশ্বকাপ ফিরছে ব্রাজিলে
বিশ্বকাপ ফিরছে ব্রাজিলে
৮১তম জন্মদিনে একক বক্তৃতা দেবেন মেনন
৮১তম জন্মদিনে একক বক্তৃতা দেবেন মেনন
শরীফার গল্প ফেরাতে প্রতিবাদ করবে উদীচী
শরীফার গল্প ফেরাতে প্রতিবাদ করবে উদীচী
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক