X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

তাঁত শ্রমিক আড়াই হাজার পরিবারকে খাদ্য সহায়তা তামাই ক্লাবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২০, ১৬:০৮আপডেট : ২৬ মে ২০২০, ১৬:১০

তাঁত শ্রমিক আড়াই হাজার পরিবারকে খাদ্য সহায়তা তামাই ক্লাবের

করোনায় কর্মহীন হয়ে পড়া তাঁত শ্রমিকদের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে তামাই ক্লাব লিমিটেড। লকডাউন শুরুর পর থেকে এ পর্যন্ত সিরাজগঞ্জের বেলকুচি ও শাহজাদপুরসহ বিভিন্ন তাঁত পল্লির দুই হাজার ৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহারসহ এই খাদ্য সহায়তা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। তবে প্রকাশ্যে নয়, একেবারেই রাতের আঁধারে শ্রমিকদের বাসায় বাসায় এসব খাদ্যসামগ্রী পৌঁছানোর কাজ করে তারা। এজন্য কোনও ছবিও তোলা হয়নি।

ক্লাবের সদস্যরা জানান, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েন তাঁত শ্রমিকরা। তাদের কাজ নেই, হাতে টাকা নেই। পরে ক্লাবের তরুণ-যুবকরা শ্রমিকদের এমন দুর্দশা দেখে নিজেদের উপার্জিত অর্থ দিয়ে তহবিল সংগ্রহ করতে থাকে। পরে এলাকার বিত্তবানরাও এগিয়ে আসেন তাদের এই প্ল্যাটফর্মে। রাতের অন্ধকারে ওই যুবকরা অসহায় কর্মহীন শ্রমিকের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে থাকেন।

তামাই ক্লাবের সদস্যরা জানান, মানুষ মানুষের জন্য— এই প্রতিপাদ্যকে ধারণ করে সামাজিক দায়িত্ব পালন করে আসছে তামাই ক্লাব। তাঁত পল্লিতে অনেক শ্রমিক আছেন যাদের কাজ থাকলে সংসার চলে, কাজ নাই তো সংসারের চুলো জ্বলে না। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আমরা কয়েকজন মিলে যতটুক পারছি সহযোগিতা করে যাচ্ছি। ক্লাবের সদস্য ছাড়াও অনেক বিত্তবান আমাদের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েন। সংগঠনটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সহকারী একান্ত সচিব রিসাদ মোর্শেদ।

তিনি জানান, এই ঈদে এক হাজার ২০০ পরিবারে কাছে তারা ঈদ উপহার পৌঁছে দিয়েছেন। এর আগে প্রথম ধাপে ৬০০ পরিবার ও দ্বিতীয় ধাপে ৭৫০ পরিবারের মাঝে খাদ্যসহায়তা দিয়েছেন তারা। এ ছাড়া তিনি নিজ উদ্যোগে বেলকুচি থানার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের কর্মীদের মাঝে ৩০০ প্যাকেট খাবার ও নগদ টাকা তুলে দিয়েছেন।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা
স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’