X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২০, ২২:৪৬আপডেট : ০৭ জুন ২০২০, ২২:৫০

আইজিপি বেনজীর আহমেদ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, আমাদের দেশের নাগরিকদের প্রতারণার মাধ্যমে যারা বিদেশে নিয়ে গেছে, যাদের কারণে লিবিয়ায় তাদের এই নির্মম মৃত্যু ঘটেছে, তাদের একজনকেও ছাড় দেওয়া হবে না। তন্ন তন্ন করে খুঁজে বের করে এই চক্রের প্রত্যেক সদস্যকে আইনি প্রক্রিয়ায় কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

গত ২৮ মে লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নাগরিকের হত্যাকাণ্ডের বিষয়ে সম্প্রতি মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে এসব কথা বলেন আইজিপি। রবিবার (৭ জুন) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় বেনজীর আহমেদ বলেন, ‘যাতে ভবিষ্যতে কোনও বাংলাদেশিকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, তার জীবন নিয়ে খেলার দুঃসাহস কোনও মানুষ দেখাতে না পারে। দেশে ও বিদেশে যেখানেই লুকিয়ে থাকুক না কেনো, এদের প্রত্যেককে খুঁজে বের করা হবে।’

হত্যাকাণ্ডের বিষয়টি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে আইজিপি বলেন, ‘স্বজনদেরকে যারা ভাই-বোন, পিতা-মাতা হারা করেছে, তাদের কোনও মাপ নেই। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বজনদের কান্নার দাগ শুকানোর আগেই, এই অপরাধীচক্রকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন আইজিপি। মাঠ প্রশাসনকে কঠোর বার্তা দিয়ে আইজিপি বলেন, ‘এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর আমি দ্বিতীয়বার তোমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলবো, এর আগে নয়।’

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, ‘আইজিপি’র কঠোর নির্দেশে তাৎক্ষণিকভাবে র‌্যাব, ডিএমপি, সিআইডি, পিবিআইসহ বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সব ইউনিট একযোগে অভিযানে নেমেছে। এরই মধ্যে রবিবার (৭ জুন) পর্যন্ত সারাদেশে মোট ২২টি মামলা রুজু করা হয়েছে। আসামিদের চিহ্নিত করে আইজিপি’র নির্দেশে গ্রেফতারে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ইতোমধ্যেই ১৩ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

এআইজি মিডিয়া বলেন, ‘বিদেশগমনকারী বাংলাদেশি নাগরিকরা সাধারণত বৈধ উপায়ে, বৈধ পাসপোর্টে, বৈধ ট্যুরিস্ট বা অন্যান্য ভিসায় প্রথমে ভারত বা অন্য কোনও দেশে যান। এসব ক্ষেত্রে উপযুক্ত ও বৈধ ট্রাভেল ডকুমেন্ট প্রদর্শন করেই তারা বাংলাদেশ ত্যাগ করে থাকেন। তারপর, দালাল ও পাচারকারীদের সহযোগিতায় ভারত বা সংশ্লিষ্ট দেশ থেকে নানা উপায়ে তারা লিবিয়া বা মধ্যপ্রাচ্যের উদ্দেশে পাড়ি জমান। এছাড়া, কখনও কখনও দালালের সহযোগিতায় ভিন্ন উপায়ে সীমান্ত পাড়ি দেন কেউ কেউ। বিদেশ গমনের পন্থা যা-ই হোক, সংশ্লিষ্ট কতৃর্পক্ষ বা ব্যক্তির কাছ থেকে মানবপাচারের কোনও অভিযোগ পেলে পুলিশ প্রযোজ্য ক্ষেত্রে যথানিয়মে আসামি গ্রেফতার করে আদালতে পাঠায় এবং নিয়ম অনুযায়ী তদন্ত প্রতিবেদন বিচারিক কার্যক্রমের জন্য আদালতে প্রেরণ করে।’

 

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি