X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

২২ দিনে ১৭১৫ সনদ সত্যায়িত করলো আইন মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ১৮:১৪আপডেট : ২৩ জুন ২০২০, ১৮:২১

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

করোনাভাইরসের সংক্রমণ ঠেকাতে ৬৬ দিন সাধারণ ছুটির পর গত ৩১ মে সীমিত পরিসরে সরকারি অফিস খুলে দেওয়া হয়। এরপর গত ২২ দিনে  (৩১ মে-২১ জুন) ১৫ ধরনের এক হাজার ৭১৫টি সার্টিফিকেট সত্যায়িত করেছে আইন মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান।

তিনি জানান, করোনা (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে ৬৬ দিন সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ছিল। গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। এরপর গত ২২ দিনে  (৩১ মে-২১ জুন) ১৫ ধরনের এক হাজার ৭১৫টি সার্টিফিকেট সত্যায়িত করেছে আইন মন্ত্রণালয়।

এর মধ্যে ২৫০টি বিবাহ সনদপত্র, ৫৫টি অবিবাহিত সনদ, ২৫টি ডিভোর্স সনদ, ৪০০টি জন্ম সনদ, ৬৫টি মৃত্যু সনদ, ২৫টি বিভিন্ন চুক্তিপত্র, ১৫০টি পুলিশের ছাড়পত্র, ১০টি শিক্ষাগত যোগ্যতার সনদ, ১০টি বয়স সংশোধন সংক্রান্ত সনদ, ২৫টি সম্পত্তি সংক্রান্ত দলিল, ২০টি আমমোক্তার নামার সনদ, ৩০০টি পাসপোর্ট, ২০০টি ফ্যামিলি সনদ, ৩০টি ড্রাইভিং লাইসেন্স ও ১৫০টি স্বাস্থ্যগত সনদ সত্যায়িত করা হয়।

ড. রেজাউল করিম বলেন, ‘বিদেশ যাওয়াসহ বিভিন্ন কারণে প্রথমে আইন মন্ত্রণালয় থেকে সনদ সত্যায়িত করতে হয়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে সেগুলো ভিসার আবেদনের সঙ্গে যুক্ত করতে হয়। যেমন- কেউ যদি বিদেশে স্ত্রীকে নিয়ে গিয়ে বিদেশি সুবিধা নিতে চান, তাহলে তাদের ম্যারেজ সার্টিফিকেট, আবার যদি কেউ সন্তান নিয়ে যেতে চান, তাহলে বার্থ সার্টিফিকেট লাগে এবং তা সত্যায়িত করে নিতে হয়। আইন মন্ত্রণালয় সেব সনদই সত্যায়িত করেছে।’

 

/বিআই/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড