রাজধানীর কমলাপুরে টিটিপাড়া মেথরপট্টির বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে এনেছে।
শুক্রবার (২৬ জুন) রাত রাত ১টা ৫৬ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার। ১৩টি ইউনিট কাজ করে রাত ২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।