X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নিয়মিত আদালত খুলে দেওয়ার দাবিতে আইনজীবীদের পদযাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২০, ১৭:১৭আপডেট : ১৬ জুলাই ২০২০, ১৭:১৯

গেট বন্ধ করে দেওয়ায় আইনজীবীরা রাস্তায় বের হতে পারেননি

যথাযথ স্বাস্থ্যবিধি  মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সুপ্রিম কোর্টসহ সারাদেশের সব আদালত অবিলম্বে নিয়মিতভাবে খুলে দেওয়ার দাবিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাসভবন অভিমুখে পদযাত্রা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মোমতাজউদ্দিন আহমেদ মেহেদী এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল ও সৈয়দ মামুন মাহবুব এবং সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা এ পদযাত্রায় অংশগ্রহণ করেন।

এসময় পদযাত্রাকে কেন্দ্র বেশকিছু দাবি তুলে ধরেন আইনজীবীরা। তাদের দাবিগুলো হলো:

১. অবিলম্বে সুপ্রিম কোর্টসহ সারাদেশের সব আদালত নিয়মিতভাবে খুলে দিতে হবে।

২. সুপ্রিম কোর্ট অঙ্গনসহ দেশের সব বিচার অঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখার জন্য যথাপোযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৩. ২০২০ ও ২০২১ সালের সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের সব ঐচ্ছিক ছুটি বাতিল করতে হবে।

৪. দেশের সব আদালতে চার মাস যাবত নিয়মিত কোর্ট বন্ধ থাকায় ৬০ হাজার আইনজীবীর প্রত্যেককে সরকারি কোষাগার থেকে আর্থিক প্রণোদনা হিসেবে এক লাখ  টাকা করে প্রদানের ব্যবস্থা করতে হবে।

৫. আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জামানতবিহীন ও সুদমুক্ত ৫ লাখ টাকা ৫ বছর মেয়াদি ব্যক্তিগত ব্যাংক লোনের ব্যবস্থা করতে হবে।

এসময় পদযাত্রা শেষে বক্তা আইনজীবীরা বলেন, আইন পেশা আজ গভীর খাদে পড়ে আছে। বিচারপ্রার্থী ও জনগণ তাদের আইনগত মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ভার্চুয়াল কোর্ট কখনও নিয়মিত আদালতে বিকল্প হতে পারে না।

তবে আইনশৃঙ্খলা বাহিনী সুপ্রিম কোর্টের গেট বন্ধ করে দেওয়ায় আইনজীবীরা আদালত প্রাঙ্গণের বাইরে বের হতে পারেননি।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস