X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মধ্যরাতে উঠছে ওয়ারীর লকডাউন, কমেছে সংক্রমণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২০, ২২:২৮আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:৩২

ওয়ারী লকডাউন টানা ২১ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪১ নম্বর ওয়ার্ড ওয়ারীর লকডাউন উঠে যাচ্ছে। শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতেই এলাকার সব প্রবেশপথ খুলে দেওয়া হবে। স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআরের পক্ষ থেকেও কোনও নির্দেশনা না আসায় লকডাউন বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে ডিএসসিসি। সংস্থাটি বলছে- প্রথম দুই সপ্তাহের তুলনায় তৃতীয় সপ্তাহে সংক্রমণ কমে আসায় লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে না।

জানা গেছে, লকডাউনে সময় ৩০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮০ জনের ফল পজিটিভ আসে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন। সুস্থ হয়েছেন অনেক বেশি। তাই লকাডাউন আর বাড়ানো হচ্ছে না। তবে নতুন যারা আক্রান্ত হয়েছেন, তাদের চিকিৎসা চলবে। চালু থাকবে নমুনা সংগ্রহ বুথ ও সব ধরনের স্বাস্থ্যসেবা। করোনা সংক্রমণ যেন নতুন করে না বাড়ে সেজন্য এলাকায় আরও ১০-১৫ দিন কড়াকড়ি থাকবে।

এ বিষয়ে ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলো জানান, শুক্রবার রাত ১২টা থেকে লকডাউন তুলে নেওয়া হচ্ছে। তবে করোনার সংক্রমণ যেন আর না বাড়ে, সেজন্য আমরা আরও সতর্ক থাকবো। এলাকার মানুষজনকে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। যারা এখন আক্রান্ত আছেন, তারা যেন সুস্থ হয়ে ওঠেন, সেজন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এদিকে সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আজ রাত ১২টা থেকে তুলে নেওয়া হচ্ছে ওয়ারীর লকডাউন। স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর হতে লকডাউন বাড়ানোর নতুন কোনও নির্দেশনা না থাকায় এবং প্রথম ও দ্বিতীয় সপ্তাহের তুলনায় সংক্রমণের হার তুলনামূলকভাবে হ্রাস পাওয়ায় লকডাউন তুলে নেওয়া হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে মাইকিং চলমান থাকবে। করোনা টেস্টিং বুথ ও ই-কমার্সের মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহসহ অন্যান্য সেবা ৩০ জুলাই পর্যন্ত চলমান রাখা হবে।’

জানতে চাইলে ওয়ারীর নমুনা সংগ্রহ বুথের দায়িত্বে থাকা ডিএসসিসি অঞ্চল-৫-এর সমাজকল্যাণ শাখার তত্ত্বাবধায়ক নুরুল ইসলাম খান নাঈম বাংলা ট্রিবিউনকে বলেন, এই ২১ দিনে আমরা ৩০৯ জনের নমুনা সংগ্রহ করেছি। এরমধ্যে ওয়ারী এলাকার ৮০ জনের মতো পজিটিভ এসেছে। আর লকডাউনের আগে এ এলাকায় করোনা রোগী ছিল ৪৬ জন। প্রথম দুই সপ্তাহের তুলনায় শেষ সপ্তাহে সংক্রমণের হার কম দেখা গেছে। প্রথম প্রায় ৫০ শতাংশের পজিটিভ এসেছে। শেষে গিয়ে এটা অনেক কমে এসেছে।

জানতে চাইলে স্থানীয় নবাব স্ট্রিটের বাসিন্দা সালমান রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, টানা ২১ দিনের বন্দিজীবন থেকে আমরা মুক্ত হচ্ছি। তবে আমাদের এলাকায় সংক্রমণ অনেক কমেছে। এতে যেমন আমরা উপকৃত হয়েছি, ঠিক লকডাউনের কারণে এলাকার মানুষের অনেক ক্ষতিও হয়েছে। ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, মানুষ কাজকর্মে যোগ দিতে পারেনি। কিন্তু এখন আবার লকাউন খুলে দেওয়ার কারণে সংক্রমণ বেড়ে যেতে পারে।

গত ৪ জুলাই থেকে ওয়ারীতে লকডাউন শুরু হয়। টানা ২১ দিনের লকডাউনে সেবা হিসেবে খোলা ছিল বেশ কয়েকটি ফার্মেসি, দুটি হাসপাতাল, তিনটি সুপার শপসহ একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। করোনা টেস্টের জন্য স্থানীয় একটি স্কুলে বসানো হয় নমুনা সংগ্রহ বুথ। ১৮০ জন স্বেচ্ছাসেবক তিন শিফটে ৮ ঘণ্টা করে ডিউটি করেছেন। এছাড়া ছিল পুলিশের জোরদার টহল। টহলে ছিলেন সেনাসদস্যরাও।

 

আরও পড়ুন:
কেউ দিচ্ছেন হুমকি, কেউ করছেন অনুরোধ!

 

/টিটি/
সম্পর্কিত
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
সর্বশেষ খবর
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি