X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

দুই সন্তানের পর বাবারও মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২০, ২১:২৬আপডেট : ২৮ জুলাই ২০২০, ০১:০৭

আগুনে দগ্ধ রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলি এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ দুই সন্তানের পর বাবা মো. জাবেদও (৩৫) মারা গেলেন। এই নিয়ে এ ঘটনায় একই পরিবারের তিন জনের মৃত্যু হলো। এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউতে রয়েছেন মা শিউলি আক্তার (২৫)।

সোমবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৩টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জাবেদের। প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৩ জুলাই কসাইটুলি এলাকায় গ্যাস লাইন বিস্ফোরিত হয়। এতে মো. জাবেদ (৩৫), তার স্ত্রী শিউলি আক্তার (২৫), মেয়ে জান্নাত (৪) ও ছেলে মইনুর (২) দগ্ধ হন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনার পর মইনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ২৬ জুলাই মারা যায় জান্নাত।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, গত বৃহস্পতিবার সকালে দগ্ধ পরিবারটিকে নিয়ে আসে স্বজনরা। তাদের এক সন্তান ঘটনাস্থলেই মারা যায়। বাকি তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে মেয়ে ও বাবা মারা গেলেন। মা এখনও ভর্তি রয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানিয়েছেন, জান্নাতের শরীরের ৬০ শতাংশ, তার মা ১৭ শতাংশ ও বাবা ৩৭ শতাংশ দগ্ধ ছিলেন। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে। কেউই আশঙ্কামুক্ত ছিলেন না।

জাবেদের ফুপু শিউলি বেগম জানিয়েছেন, বংশালের কসাইটুলীতে দ্বিতীয়তলা ভবনের নিচতলার বাসায় ২৩ জুলাই ভোরে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন লাগে। তারা সংবাদ শুনে বাসায় আসেন। পরিবারটির সবাই ঘুমিয়ে ছিল।

পরিবারটির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইফিতা গ্রামে। জাবেদ পুরান ঢাকায় ব্যাগের ব্যবসা করতেন।

/এআরআর/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১১ বছর পর এভারেস্ট ছুঁলেন আরেক বাংলাদেশি
১১ বছর পর এভারেস্ট ছুঁলেন আরেক বাংলাদেশি
ধানের বাম্পার ফলনেও ‘অখুশি’ কৃষকেরা
ধানের বাম্পার ফলনেও ‘অখুশি’ কৃষকেরা
সালথা উপজেলায় ওয়াদুদের প্রার্থিতা বহাল, নির্বাচনে বাধা নেই
সালথা উপজেলায় ওয়াদুদের প্রার্থিতা বহাল, নির্বাচনে বাধা নেই
খারকিভে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন
খারকিভে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক