X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘অনলাইনে রেকর্ড সংখ্যক কোরবানির পশু বিক্রি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২০, ২৩:২১আপডেট : ৩১ জুলাই ২০২০, ২৩:৩৬

‘অনলাইনে রেকর্ড সংখ্যক কোরবানির পশু বিক্রি’ অনলাইনে এবার রেকডসংখ্যক কোরবানির পশু বিক্রি হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শুক্রবার (৩১ জুলাই) এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, এবার বিভিন্ন মাধ্যম মিলে প্রায় ২৭ হাজার কোরবানির গরু, ছাগল ও অন্যান্য পশু অনলাইনে বিক্রি হয়েছে। 

ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে কোরবানির পশু বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম  ‘ডিজিটাল হাট’ ও সারাদেশে অনলাইনে গরু বেচাকেনা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে এই অনলাইন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

সংবাদ সম্মেলনে বলা হয়, অনলাইন থেকে ছবি দেখে কৃষকের বাড়িতে বা খামারে এসে, ক্রেতারা যে পরিমাণ গরু ক্রয় করেছেন, তার সংখ্যা হবে এর তিন থেকে চারগুণ। সারাদেশে শুক্রবার (৩১ জুলাই) পর্যন্ত ২৭ হাজার কোরবানির পশু অনলাইনে বিক্রি হয়েছে। ডিজিটাল হাট, ডিজিটাল হাটের সঙ্গে সম্পৃক্ত মার্চেন্ট ও ই-ক্যাব মেম্বারদের অনলাইনে বিক্রি হওয়া গরু, ছাগল ও ভেড়ার সংখ্যা ৬ হাজার ৮০০টি। জেলাভিত্তিক সরকারি প্ল্যাটফর্মে কমপক্ষে ৫ হাজার ৫০০টি গরু-ছাগল বিক্রির কথা জানা গেছে। এর মধ্যে নরসিংদী জেলা এগিয়ে রয়েছে, এই জেলায় সরকারি অনলাইন প্ল্যাটফর্মে পশু বিক্রি হয়েছে ৫১৭টি। বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের  সদস্যভুক্ত কোম্পানির অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিক্রিত পশু ৯ হাজার পাঁচশ’র কাছাকাছি। বিচ্ছিন্ন অন্যান্য প্ল্যাটফর্ম  থেকে ৫ শতাধিক গরু বিক্রির ধারণা পাওয়া গেছে। সরকারি প্ল্যাটফর্ম ফুড ফর নেশন ৪ হাজার গরু বিক্রির তথ্য ট্র্যাক করতে পেরেছে। এভাবে পুরো অনলাইন বাজারে প্রত্যক্ষ বিক্রিত পশুর সংখ্যা বের হয়ে আসছে। ধারণা করা হচ্ছে, আরও লাখখানেক কোরবানির পশু পরোক্ষভাবে এবার বিভিন্নভাবে অনলাইন শপ থেকে বিক্রি করা হয়েছে। এছাড়া, অন্তত পাঁচ লাখ গরু ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রদর্শিত হয়েছে।

ডিজিটাল হাট সম্পর্কে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে গিয়ে ডিএনসিসি, আইসিটি ডিভিশন, ই-ক্যাব, আইএসএসএল, ধানসিঁড়ি ও সাদিক এগ্রো’র সম্মিলিত টিমকে রাতদিন পরিশ্রম করতে হয়েছে। নানা ধরনের জটিল ইস্যু ছিল— এগুলো তারা আন্তরিকতার সঙ্গে সমাধান করেছে। ৪০০ গরু স্লটারিং করার ব্যবস্থাপনা আমি নিজে তদারক করছি।’

তিনি আরও  বলেন,  ‘ঈদের দিন স্লটারিং হাউজে গিয়ে সশরীরে পুরো ব্যাপারটা দেখভাল করবো।’ তিনি নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান, তারা যেন যেখানে সেখানে গরু জবাই না করেন এবং গরুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনকে সহযোগিতা করেন। এ প্রসঙ্গে মেয়র বলেন, ‘পুরো বর্জ্য ব্যবস্থাপনায় ঈদের ছুটির মধ্যে ১১ হাজার কর্মী তৎপর থাকবে।’

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে মেয়র আতিক বলেন, ‘আমাদের এই উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হামিনা অত্যন্ত খুশি হয়েছেন। গরু জবাই করে মাংস ৪ কেজির প্রতিটি প্যাকেটে করে বাসায় পাঠিয়ে দেওয়ার এই প্রচেষ্টাকে প্রধানমন্ত্রী সাধুবাদ জানিয়েছেন।’

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, ‘বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে শনিবার (১ আগস্ট) আমরা ক্রেতাদের কাছে তাদের সেবা পৌঁছে দিতে যাচ্ছি। ক্রেতাদের সুবিধা এবং উদ্যোক্তাদের সুবিধা দুটোই আমাদের দেখতে হয়েছে। শুধুমাত্র ডিজিটাল হাট প্ল্যাটফর্মকে ঘিরে এবার বেশ কয়েকজন নতুন অনলাইন উদ্যোক্তা তৈরি হয়েছে।’

এটুআই এর হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামি বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে শ’খানেক উদ্যোক্তাকে সংযুক্ত, দেশব্যাপী সচেতনতা সৃষ্টি এবং ২৭ হাজার গরু অনলাইনের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার এই কাজ ই-কমার্সের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।’

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা