X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

একটি নতুন মানবিক বিশ্বে ফেরার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ০২:৫১আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৩:০১

একটি নতুন মানবিক বিশ্বে ফেরার আহ্বান

পুরনো নরমালে নয়, নতুন চিন্তা ও কর্মতৎপরতার মাধ্যমে একটি নতুন মানবিক বিশ্বে সবার ফেরার চেষ্টা করা দরকার। এমনটাই মনে করছেন ঢাকায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ওয়েবিনারে অংশ নেওয়া তাত্ত্বিকরা।
ভারত, পাকিস্তান ও বাংলাদেশের অথর্নীতিবিদ, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী ও ইতিহাসবিদদের অংশগ্রহণে মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে অনুষ্ঠিত এই ওয়েবিনারের আয়োজক জন-ইতিহাস চর্চা কেন্দ্র।
‘ইজ দা পেন্ডেমিক এ পোর্টাল? ভিজ্যুয়ালাইজিং সোশ্যাল স্ট্রাকচার ইন পোস্ট কোভিড এরা’ শীর্ষক এই অনলাইন সেমিনারে সভাপতিত্ব করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোনিয়া নিশাত আমীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন-ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. মেসবাহ কামাল।






ভারতের অর্থনীতিবিদ অধ্যাপক ইন্দ্রনীল দাশগুপ্ত বলেন, 'করোনা অতিমারি দুনিয়াব্যপাী ক্ষমতাশীল এলিটদের অসামর্থতাকে সবার সামনে তুল ধরেছে। তবে, এই ব্যবস্থার কতটা পরিবর্তন হবে, তা নির্ভর করছে পরিবর্তনকামীদের সক্রিয়তার ওপর।'

পাকিস্তানের সমাজবিজ্ঞানী অধ্যাপক তাইমুর রহমান বলেন, 'কোভিড অতিমারির সময়ও অর্থনৈতিক বৈষম্য থেমে নেই, বরং অস্বাভাবিক হারে বাড়ছে। উদার গণতন্ত্রবাদী মতাদর্শ নানাভাবে নিজেদের অসারতা প্রমাণ করেছে। বরং রাষ্ট্র নিয়ন্ত্রিত জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা ও কল্যানমুখী রাষ্ট্র-কাঠামো অধিক কার্যকারিতা দেখিয়েছে। এ অবস্থায় প্রগতিশীল রাজনীতির উত্থানের ওপরই দুনিয়ার ভবিষ্যত নির্ভর করছে।'

বাংলাদেশর সমাজবিজ্ঞানী অধ্যাপক মনিরুল আই খান বলেন, 'কোভিড এর অর্থনৈতিক দিক নিয়ে বেশি আলোচনা হচ্ছে। কিন্তু এর সমাজতাত্ত্বিক অন্যান্য বিষয় নিয়েও আলোচনা জরুরি।'

আন্তর্জাতিক এই ওয়েবিনারে ভারতীয় লোকসভার প্রাক্তন সদস্য (এমপি) জনার জিতেন্দ্র চৌধুরী, পাঞ্জাবি ইউনিভারসিটি পাতিয়ালার প্রফেসর ড. পরমবীর সিং, কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়ামের প্রাক্তন পরিচালক প্রফেসর ড. চিত্ত পাণ্ডা, বিহারের পাটালিপুত্র ইউনিভার্সিটির প্রফেসর ড. অবিনাশ কুমার ঝাঁ, দক্ষিণ এশীয়ার অবস্তুগত সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক বিশেষজ্ঞ ড. দেবযানী বোস, বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশা ইসলাম নাঈম ও সহ-সম্পাদক প্রফেসর ড. আকসাদুল আলম-সহ প্রায় ১০০ জন শিক্ষক ও গবেষক উপস্থিত ছিলেন।

প্রশ্নত্তোরের শেষে ধন্যবাদ বক্তৃতা করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক তপন মাহমুদ লিমন। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কালচারাল হেরিটেজ ও বাংলা স্টাডিজ বিভাগের শিক্ষক ড. তানভীর আহমেদ।

 

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
হংকংকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু 
হংকংকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু 
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!