X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কোভিড হাসপাতালের তালিকা থেকে হলি ফ্যামিলি বাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৯

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল

কোভিড ডেডিকেটেড হাসপাতালের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে রাজধানীর হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালকে। স্বাস্থ্য অধিদফতরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অধিদফতরের সূত্র জানায়, চুক্তি বাতিল করে হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালককে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের  নির্দেশ অনুযায়ী, সাত দিন সময় দিয়ে ওই হাসপাতালকে করোনা চিকিৎসা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) হলি ফ্যামিলি হাসপাতালকে এ সংক্রান্ত চিঠি দেয় অধিদফতর।

নাম প্রকাশ না করে স্বাস্থ্য অধিদফতরের সূত্রটি বাংলা ট্রিবিউনকে বলেন, হাসপাতালের ৪০০টি বেড ছিল করোনা  রোগীদের জন্য।  কিন্তু  সেই হিসাবে রোগী সংখ্যা অনেক কম,এসব কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন,  হাসপাতালে এখন যে রোগী রয়েছে, তাদেরকে অন্য হাসপাতালে স্থানান্তর করতে হবে। তাই সাত দিন সময় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, হলি ফ্যামিলি হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে চালু করতে গত ৭ মে সরকারের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চুক্তি স্বাক্ষর হয়। সে অনুযায়ী  গত ১০ মে  হাসপাতালটিকে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সেদিন হলি ফ্যামিলি হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করে আগামী অক্টোবর মাস পর্যন্ত এ হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা চলমান থাকবে বলেও জানিয়েছিলেন তিনি।

তবে সরকারি হিসাবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসাতে স্বাস্থ্য মন্ত্রণালয় গত মাসে কোভিড ডেডিকেটেড হাসপাতালের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়।

সে সময় স্বাস্থ্যমন্ত্রী বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘কিছু কোভিড হাসপাতাল কমিয়ে দেওয়ার কথা চিন্তা করছি আমরা। কারণ, হাসপাতালগুলোতে অনেক সিট খালি থাকছে। আবার যেসব হাসপাতালে কোভিড এবং নন কোভিড রোগীদের চিকিৎসা হয়, সেসব হাসপাতালে সাধারণ রোগীরা আসতে চাইছেন না, তারা চিকিৎসা নিতে পারছেন না। তাই পর্যায়ক্রমে কোভিড ও নন-কোভিড এই দুই ধরনের রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে— এমন হাসপাতাল থেকেও কোভিড ইউনিট তুলে নেওয়া হবে।’

প্রসঙ্গত,হলি ফ্যামিলি হাসপাতাল ছাড়াও কোভিড চিকিৎসা তুলে নেওয়ার প্রাথমিক তালিকায় রয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউট, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা মহানগর হাসপাতাল, পুলিশ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, মিরপুরের লালকুঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্র ।

 

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ