X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

৯ শতাংশ জমি উদ্ধার করলো ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:১০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:১৭

ডিএসসিসি’র অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অবৈধ স্থাপনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ শতাংশ জমি উদ্ধার করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অভিযানের ২৫তম দিনে এ উচ্ছেদ ও জরিমানা করা হয়।

ডিএসসিসি সূত্র জানায়, ডিএসসিসি অঞ্চল ৭ এর গ্রীন মডেল টাউন গেট সংলগ্ন দক্ষিণ মুগদা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তা সম্প্রসারণের কাজে বাধা সৃষ্টি করে তৈরি করা একটি অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। ডিএসসিসি'র সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান সম্পর্কে ডিএসসিসি'র সম্পত্তি কর্মকর্তা বলেন মনিরুজ্জামান বলেন, গত বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দক্ষিণ মুগদা এলাকা পরিদর্শন করে সেই এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন। মেয়রের নির্দেশনায় আজ মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। ডিএসসিসি’র অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ অভিযান প্রসঙ্গে বলেন, ডিএসসিসি'র মেয়র মহোদয়ের নির্দেশনা ছিল, এক সপ্তাহের মধ্যে যেন এই এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সেই নির্দেশনার আলোকে মঙ্গলবার সকাল ১১টা থেকে আমরা দক্ষিণ মুগদায় উচ্ছেদ অভিযান শুরু করি (এখনো চলমান রয়েছে)। এই অভিযানের মাধ্যমে রাস্তা সম্প্রসারণ কাজে বাধা সৃষ্টিকারী একটি বড় পাকা স্থাপনা আমরা উচ্ছেদ করেছি এবং ৯ শতাংশ জমি আমরা দখলমুক্ত করতে পেরেছি।

তিনটি মামলা ও এক লাখ টাকা জরিমানা

এদিকে মশার প্রজননস্থল শনাক্তকরণে আজ ২১তম দিনে ডিএসসিসি’র একটি ভ্রাম্যমাণ আদালত অঞ্চল- ১ এর ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ সময় ৩২টি স্থাপনা পরিদর্শন করে তিনটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় তিনটি মামলা দায়ের ও এক লাখ টাকা জরিমানা করেন। 

 

 

/এসএস/এফএস/
সম্পর্কিত
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
এই তপ্ত রোদে কেমন আছেন ফুড ডেলিভারিম্যানরা?
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
মেটাল কয়েনের ফাঁদে ফেলে যেভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিতো চক্রটি
মেটাল কয়েনের ফাঁদে ফেলে যেভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিতো চক্রটি
ততৃীয় ধাপে উপজেলা নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫৮৮ জন
ততৃীয় ধাপে উপজেলা নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫৮৮ জন
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
পড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে