X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ফেসবুকে অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা ঢাবির সেই শিক্ষার্থীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৮

মামলা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ও অশ্লীল অপপ্রচার চালানোর অভিযোগে ৯ জনের ফেসবুক আইডি ও একটি ফেসবুক গ্রুপের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায়  মামলা দায়ের করেছেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের সেই শিক্ষার্থী। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে পর্নোগ্রাফি ও ডিজিটাল সিকিউরিটি আইনে এই মামলা (নং ২৯) দায়ের করা হয়। পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার এস এম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভিকটিম ওই শিক্ষার্থীকে নিয়ে নূরুল হক নুরের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আজেবাজে মন্তব্য ও ছবি পোস্ট করেছে। আমরা আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি।

প্রসঙ্গত, বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণ ও ডাকসুর ভিপি নূরুল হক নুরসহ পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে গত ২০ সেপ্টেম্বর লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী। এর একদিন পর ২১ সেপ্টেম্বর ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় আরেকটি ধর্ষণ মামলা করেন ওই শিক্ষার্থী। এরপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যলয়ের ওই শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শুরু করে নুরের সমর্থকরা।

ওই শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি এডিটের মাধ্যমে আজেবাজে মন্তব‌্য করে আসামিদের সহযোগিরা পোস্ট করছে। এরকম কয়েকটি পোস্টের বিষয় উল্লেখ করে ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানায় মামলা করেছেন।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ ও ২১ সেপ্টেম্বর লালবাগ ও কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর তামান্না ফেরদৌস শিখা, তামান্না আক্তার, তাজুল ইসলাম আকাশ, শারমিন রিজিয়া, এইচ এম হোসাইন বিন নূর, তুহিম মোল্লা হৃদয়,  মেহেদী হাসান সুজন ওরফে গোলক ধাঁধা ও রেজাউল করিম কাজল নামে ফেসবুক আইডি থেকে এবং স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় নামে একটি ফেসবুক গ্রুপসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তি ফেসবুক আইডি, গ্রুপ ও পেজ থেকে  মিথ্যা অশ্লীল সংলাপ দিয়ে পোস্ট, কমেন্ট ও শেয়ার করেছে।

মামলার এজাহারে ওই শিক্ষার্থী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অপপ্রচার করায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার সামাজিক মানসম্মান বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

 

/এনএল/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা