X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ডিবির বেশ ধরে ছিনতাই, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৫

উদ্ধার ডিবির জ্যাকেট, অস্ত্র ও ওয়াকিটকি গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার ওয়ারী বিভাগ। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ডিবির জ্যাকেট, ওয়াকিটকি ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা প্রায়ই শোনা যায়। বিষয়টির সঙ্গে ডিবির ভাবমূর্তি জড়িত। আমরা কোনোভাবেই ডিবির ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দিতে পারি না।’

তিনি বলেন, ‘গত ৬ সেপ্টেম্বর এক ব্যক্তি ব্যাংক থেকে ১৫ লাখ টাকা উঠিয়ে রিকশায় করে যাওয়ার সময় তাকে ডিবি পরিচয় তুলে নিয়ে যায় একটি চক্র। এরপর আমরা চক্রটিকে ধরতে অভিযান শুরু করি। চক্রের মূল হোতা মো. বারেক এবং তার সহযোগী আবুল কাশেম ওরফে জীবন ব্যাপারী ও স্বপন আকন্দকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি পিস্তল, এক রাউন্ড পিস্তলের কার্তুজ, একটি ডিবি জ্যাকেট এবং একটি ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়।’

ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা প্রাইভেটকার যোগে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে। ঢাকা শহর ও এর আশপাশ এলাকার বিভিন্ন স্থানে ব্যাংক কিংবা প্রতিষ্ঠানে আসা টাকা বহনকারী কিংবা উত্তোলনকারী ব্যক্তিকে টার্গেট করে। তারা টার্গেট করা ব্যক্তিকে অবৈধ অস্ত্র এবং মাদক দিয়ে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ডিবি পুলিশ পরিচয়ে গাড়িতে উঠিয়ে নেয়। এরপর টাকা ও মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে নির্জন স্থানে ফেলে পালিয়ে যায়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় গ্রেফতারকৃত মো. বারেকের বিরুদ্ধে আটটি মামলা, কাশেম ও জীবনের বিরুদ্ধে সাতটি ও স্বপনের বিরুদ্ধে নয়টি মামলার তথ্য পাওয়া যায়।

/এআরআর/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা