X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ডিএনসিসির ঝুলন্ত তার অপসারণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ১৬:১৪আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৬:১৪

ঝুলন্ত তার অপসারণে মেয়র আতিকুল ইসলাম অবৈধ ঝুলন্ত তার অপসারণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউতে ঝুলন্ত তার অপসারণের মাধ্যমে (পাকিস্তান অ্যাম্বেসি থেকে শুটিং ক্লাব পর্যন্ত) এ কাজের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।  

অবৈধ ঝুলন্ত তার অপসারণ উদ্বোধনকালে মেয়র বলেন, ‘তারের জঞ্জাল আজ থেকে ১০ বছর আগে যে অবস্থায় ছিল, এখনও একই অবস্থা আছে। কিন্তু এই শহরকে এভাবে চলতে দেওয়া যায় না। মনে হচ্ছে ঝুলন্ত তার মানেই ঢাকা শহর, ঢাকার আসল চিত্র। এই যে দেখুন, এই জায়গাটির একদিকে ফাইভ স্টার হোটেল, আরেক দিকে তারের জঞ্জাল। কিন্তু ঢাকার এই চিত্র আমরা কেউ দেখতে চাই না। তাই আমি গত কোরবানির ঈদের আগে বলেছিলাম, ১ অক্টোবর থেকে ঝুলন্ত তারগুলো নামিয়ে দেবো।’

মেয়র বলেন, ‘আমরা ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন), ইন্টারনেট সার্ভিস প্রভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সঙ্গে সাতবার সভা করেছি। সবাইকে নিয়ে সিরিজ অব মিটিং করেছি সমস্যাটি সমাধানের জন্য। একটি কথা জানাতে চাই, যখনই আমরা মিটিং করেছি, এনটিটিএন, আইএসপিএবি, কোয়াবের সঙ্গে; মনে হয়েছে একজনের সঙ্গে আরেকজনের শত্রুতা। আইএসপিএবি দোষ দেয় এনটিটিএনকে, এনটিটিএন দোষ দেয় কোয়াবকে।’

ঝুলন্ত তার অপসারণে মেয়র আতিকুল ইসলাম আতিকুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে আপনারা জানেন, দেশে কোভিড চলছে, স্কুলের বাচ্চারা বাসায় বসে অনলাইনে এবং টেলিভিশনে পড়াশোনা করছে। অনেকে বাসায় বসে অনলাইনে কাজ করছেন, জীবিকা নির্বাহ করছেন, সবকিছু মিলিয়ে পরিবেশটা অন্যরকম। আমাকে অনেক অভিভাবক অনুরোধ করেছেন তার না কাটতে। গুলশান অ্যাভিনিউতে টোটাল ৯টি মোড় আছে। এই ৯টি মোড়ের তার, তাদের অনুরোধে আরও সাত দিন সময় দেওয়া হলো। সাত দিনের মধ্যে ক্রসিংয়ের তারগুলোও কেটে দেবে। আমরা চাচ্ছি, এটি টেকসই করার জন্য। স্বল্পমেয়াদি পদ্ধতিতে আমি যেতে চাচ্ছি না। আজকে যে তার কাটা হচ্ছে এটাই কিন্তু সেবা প্রদানকারীরাই কাটছেন। এই প্রথম তারা নিজের তার নিজেরা কাটছেন। তাদের আমি এখানে ডাক দিয়েছি, কারণ ঢাকা আপনাদের সবার।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানে এনটিটিএন কাজ করছে না। আমি মনে করি, এটি এনটিটিএন এর ব্যর্থতা। তারা ১০ বছর হলো লাইসেন্স নিয়েছে, তারা কেন মাটির নিচ দিয়ে লাইন নেয়নি। তাদের সঙ্গে মিটিং করে আমাদের রাস্তার পাশে যেসব ড্রেন আছে এগুলোর নিচ দিয়ে পাইপ বসিয়ে দেবো বলেছি। উনারা রাজি হয়েছে। এর বাবদ ডিএনসিসিকে তারা ভাড়া দেবে। আমি ইতোমধ্যে প্রকৌশল বিভাগকে নির্দেশ দিয়েছি, আমাদের যত নতুন রাস্তা হবে, সেই রাস্তাগুলোর নিচ দিয়ে লাইন নেওয়ার জন্য ব্যবস্থা রাখা হবে। আমরা চাই একটা স্থায়ী সমাধান। গুলশান অ্যাভিনিউ এর তার অপসারণের পরে গুলশান-১ থেকে রাস্তার পূর্ব ও পশ্চিম পাশে, গুলশান ২ থেকে পূর্ব ও পশ্চিম দিকের সব তার অপসারণ করা হবে।’

মেয়র শঙ্কা প্রকাশ করে বলেন, ‘আজ যদি ঢাকা শহরের তার পুরোটা কেটে দিই, তাহলে ঢাকা শহর কলাপ্স হয়ে যাবে। আমাদের বাচ্চাদের পড়াশোনা হবে না। আমি বিশ্বাস করি, আমরা যেভাবে অভিযান পরিচালনা করছি, আগামী এক বছরের মধ্যে ডিএনসিসির সম্পূর্ণ এলাকার তার নামিয়ে ফেলা সম্ভব হবে। এটা আমাদের নামাতেই হবে।’

ঝুলন্ত তার অপসারণকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, কোয়াব এর সভাপতি এস এম আনোয়ার কবির, আইএসপিএবি এর সভাপতি মো. আমিনুল হাকিম উপস্থিত ছিলেন।

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক