X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ধর্ষণ মামলায় ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ১৬:২৮আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৬:৩০

ধর্ষণ

রাজধানীতে এক গৃহপরিচারিকার দায়ের করা ধর্ষণ মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের  সহ-সভাপতি সবুজ আল সাহবাকে পাঁচ দিনের রিমান্ড ও তার সহযোগী ফাতেমা ঝুমুরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার  সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আব্দুল ওয়াদুদ (নারী ও শিশু) বাংলা ট্রিবিউনকে এ  তথ্য জানিয়েছেন।

আব্দুল ওয়াদুদ বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের প্রত্যেককে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। এসময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

জানা গেছে, বৃহস্পতিবার মামলার দুই আসামিকে  গ্রেফতার করে মিরপুর মডেল থানার পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। এদিকে, ধর্ষণের অভিযোগ ও মামলা হওয়ার পর  সবুজ আল সাহবাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা ভাবছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ওসি বলেন, ‘সবুজ আল সাহবা ও তার সহযোগী ফাতেমা ঝুমুরকে গ্রেফতার করা হয়েছে। ফাতেমা চিকিৎসার কথা বলে ২৮ সেপ্টেম্বর রাতে এক তরুণীকে সবুজের পশ্চিম মনিপুরের ভাড়া বাসায় নিয়ে আসে। এরপর সবুজ ওই তরুণীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। রাতভর তাকে আটকে রাখে। এই ঘটনায় বৃহস্পতিবার ভুক্তোভোগী মামলা  দায়ের করেন। তারপরই সবুজ ও ফাতেমাকে গ্রেফতার করা হয়। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার তরুণী গৃহপরিচারিকার কাজ করে।’

মামলায় অভিযোগে জানা যায়, ২৮ সেপ্টেম্বর দুপুরে ফাতেমা ডাক্তার দেখাবে বলে তরুণীকে নিয়ে বের হয়। এরপর তরুণীকে সবুজের বাসায় নিয়ে যায়। রাতে কৌশলে ফাতেমা তাকে সবুজের কক্ষে পাঠায়। তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলে। তখন তরুণী রাজি না হলে বাইরে থেকে  দরজা বন্ধ করে দেয় ফাতেমা। সবুজ জোর করে তাকে ধর্ষণ করে। ফাতেমা জানায়, সে সকালে সবুজের কাছ থেকে ১০ হাজার টাকা  নিয়ে ভিকটিমকে  দেবে। এরপর  রাতে তারা ওই বাসাতে ঘুমিয়ে পড়ে। ৩০ সেপ্টেম্বর তারা বাসায় চলে যায়। পরে তরুণী বিষয়টি তার স্বজনদের জানান। এরপর ১ অক্টোবর সকালে তিনি মামলা করেন।

এদিকে, সবুজ আল সাহবা ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি বলে নিশ্চিত করেছেন উত্তরের সভাপতি মো. ইব্রাহীম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। অভিযুক্ত সবুজকে সংগঠন থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে। তাকে বহিষ্কার করা হবে।’

 

/টিএইচ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নওগাঁর প্রত্যন্ত অঞ্চল সফর করলেন নাহিদ-সারজিসসহ এনসিপির নেতারা
নওগাঁর প্রত্যন্ত অঞ্চল সফর করলেন নাহিদ-সারজিসসহ এনসিপির নেতারা
কারবালার স্মরণে শোকের তাজিয়া মিছিল
কারবালার স্মরণে শোকের তাজিয়া মিছিল
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং  
স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার একদিন পর নারীর মরদেহ উদ্ধার
স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার একদিন পর নারীর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই