X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২০, ১৭:৪০আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৭:৫২

আদালত রাজধানীর খিলক্ষেত এলাকায় স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী শামীম ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরোজা পারভীন এ আদেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজার পরোয়ানা ইস্যু করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়,২০০২ সালের ২৩ ডিসেম্বর আসামি শামীম ওরফে সাগরের সঙ্গে বাদীর মেয়ে ফারজানা ইয়াসমিনের বিয়ে হয়। বিরে পর থেকে আসামি বিভিন্ন সময়ে বাদী বা তার শ্বশুরের কাছ থেকে ব্যবসার জন্য টাকা নিতো। চাহিদা মতো টাকা দিতে না পারলে বাদীর মেয়েকে (স্ত্রী) মারধর করতো। এরপর ২০০৫ সালের ২৯ ডিসেম্বর বাদীর খিলক্ষেত বাসায় এসে আসামি তার স্ত্রী ফারজানা ইয়াসমিনকে ড্রয়িংরুমে চুরি দিকে পেটে আঘাত করে। এরপর বাদী তার মেয়েকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসমিন মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় নিহতের বাবা আব্দুল হাই বাদী হয়ে খিলক্ষেত থানায় মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে  খিলক্ষেত থানার  তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আইনুল ইসলাম ২০০৬  সালের ২৪ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর একই বছরের ১৫ জুন আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

 

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার