X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মাদক রয়েছে জেনেই হাজি সেলিমের বাড়িতে র‌্যাবের অভিযান

আমানুর রহমান রনি
২৯ অক্টোবর ২০২০, ০২:১৮আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০২:১৯

হাজি সেলিমের বাড়িতে র‌্যাবের অভিযান নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের পরের দিন হাজি সেলিমের বাড়িতে র‌্যাব অভিযান পরিচালনা করে তার কাউন্সিলর ছেলেকে দেহরক্ষীসহ গ্রেফতার করে। মোবাইল কোর্টে সাজা দেওয়া হয় তাদের। সাধারণ মানুষেরর ধারণা ওই কর্মকর্তাকে মারধরের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতেই র‌্যাব এই অভিযান পরিচালনা করেছে।

তবে র‌্যাব বাদী হয়ে যে মামলা করেছে, সেই মামলায় অভিযানের কারণে বলা হয়েছে, ২৬ দেবীদাস ঘাট লেনের ওই বাড়িতে মাদক রয়েছে র‌্যাবের কাছে এমন গোপন তথ্য ছিল। তাই অভিযান চালানো হয়েছে।

২৭ অক্টোবর রাতে ওই অভিযানের বিষয়ে চকবাজার থানায় চারটি মামলা করেছে র‌্যাব। অস্ত্র ও মাদক আইনে দায়ের করা এসব মামলায় অভিযানের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, র‌্যাব-৩ এর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করতে গিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হামপাতালের সামনে অবস্থানের সময় ২৬ অক্টোবর বেলা ১১টার দিকে জানতে পারে যে, ঢাকা মহানগরীর চকবাজার থানাধীন দেবীদাস ঘাট লেন ২৬, চান সর্দার দাদা বাড়ী ভবনে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। এরপর বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়ে ওই টিম মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেলা সাড়ে ১২টায় ওই বাড়ির সামনে যায়। র‌্যাবকে দেখে দুজন লোক দৌঁড়ে বাড়ির ভেতরে চলে যায়। পরবর্তীতে র‌্যাব বাড়িটি ঘেরাও করে রাখে। এরপর বাড়ি তল্লাশি করে সাক্ষীদের সামনে জাহিদ মোল্লা ও ইরফান সেলিমকে গ্রেফতার কর। তাদের দুজনের কাছে আগ্নেয়াস্ত্র ও মাদক পাওয়া যায়।

গত ২৫ অক্টোবর রাতে রাজধানীর কলাবাগানে নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান নামে এক কর্মকর্তাকে মারধর করে হাজি সেলিমের ছেলে ও ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষীরা। এই ঘটনায় ইরফান সেলিমের গাড়ি ও চালককে রাতেই আটক করে পুলিশ। পরের দিন ভোরে (২৬ অক্টোবর) ওয়াসিফ বাদী হয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ দিয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইরফান সেলিমসহ চার জনের নাম উল্লেখ করে এবং বাকি আরও দুই তিন জনকে অজ্ঞাত আসামি করা হয়। 

২৬ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে হাজি সেলিমের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। বাড়ি থেকে গ্রেফতার করা হয় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল মোল্লাকে। উদ্ধার করা হয় মাদক ও আগ্নেয়াস্ত্র। দুজনকে র‌্যাবের মোবাইল কোর্টে এক বছর করে সাজা দেয়।

অভিযানের বিষয়ে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. আশিক বিল্লাহ জানিয়েছেন, র‌্যাব সব সময় সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে অভিযান পরিচালনা করে থাকে। প্রতিটি অভিযানই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই করা হয়। 

/এআরআর/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী