X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আজ থেকে শুরু ডিআরইউর রজতজয়ন্তী উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ০৬:১৭আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০৬:১৭

ঢাকা রিপোর্টার্স ইউনিটি পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) রজতজয়ন্তী উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আজ। তিন দিনব্যাপী এ পর্বের প্রথম দিনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিআরইউ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। এ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে, ‘বাংলাদেশে সাংবাদিকতার সংকট ও সম্ভাবনা: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক স্মারক বক্তৃতা এবং ‘নারী সাংবাদিকতার চ্যালেঞ্জ’ ও ‘গণমাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যমের আইন’ শীর্ষক দুটি সেমিনার। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এসব সেমিনার অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানের ধারাবাহিকতায় আগামী ৩০ ও ৩১ অক্টোবর (শুক্র ও শনিবার) নানা আয়োজনে পালিত হবে ডিআরইউর রজতজয়ন্তী উৎসব। আগামীকালের কর্মসূচিসহ অন্য আয়োজনে উপস্থিত হয়ে রজতজয়ন্তী উৎসবকে সফল এবং প্রাণবন্ত করতে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সদস্যদের প্রতি অনুরোধ করেছেন ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

রজতজয়ন্তী উৎসবের টাইটেল স্পন্সর বেক্সিমকো গ্রুপ। কো-স্পন্সর বিকাশ, নাভানা, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পাশাপাশি ল্যাব এইডের সহযোগিতায় ৩১ অক্টোবর ডিআরইউ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী পরিচালিত হবে হেলথ ক্যাম্প। এতে সদস্য ও সদস্য পরিবার অংশ নিতে পারবেন।  

অনুষ্ঠানের দ্বিতীয় দিন ৩০ অক্টোবর, শুক্রবার সকাল ১০টায় একই ভেন্যুতে ‘রিপোর্টার্স চ্যালেঞ্জ : রিয়েল নিউজ ভার্সেস ফেক নিউজ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু-ডিআরইউ বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়া সন্ধ্যা ৭টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রয়েছে ‘রিপোর্টার্স অ্যাক্রস দ্য গ্লোব’ শীর্ষক ভার্চুয়াল কনফারেন্স। 

শেষ দিন শনিবার (৩১ অক্টোবর) সকালে ডিআরইউ’র সাবেক সভাপতি/সাধারণ সম্পাদক বনাম বর্তমান কমিটির মধ্যে অনুষ্ঠিত হবে প্রীতি ক্রিকেট ম্যাচ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নারী সদস্যদের স্ট্যাম্প ভাঙ্গা ও সাবেক সভাপতিদের স্ট্যাম্প ভাঙ্গা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে উদ্বোধন হবে ৫টি প্রদর্শনী স্টল। এছাড়া বিকালে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ডিআরইউর সাবেক কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা প্রদান এবং সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এর আগে গত ২৫ অক্টোবর (রবিবার) হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এসএস/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার সায়েন্স ল্যাবে লা রিভের ফ্ল্যাগশিপ স্টোর চালু
ঢাকার সায়েন্স ল্যাবে লা রিভের ফ্ল্যাগশিপ স্টোর চালু
নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে পৌঁছেছে: শারমীন এস মুরশিদ
নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে পৌঁছেছে: শারমীন এস মুরশিদ
এবার পুলিশ সংস্কারের দাবিতে আন্দোলনের ঘোষণা
এবার পুলিশ সংস্কারের দাবিতে আন্দোলনের ঘোষণা
আফঈদা-ঋতুপর্ণাদের অভিনন্দন জানালেন তাসকিন
আফঈদা-ঋতুপর্ণাদের অভিনন্দন জানালেন তাসকিন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’