X
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় ২ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২০, ২২:১৯আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ২২:৩৮

গ্রেফতার নোয়াখালীর সুধারাম এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জিহাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউ'র পুলিশ সুপার আসলাম খান।

আসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো—সাইফুল ইসলাম (১৮) ও মনিরুল আহসান ওরফে মনির (২৮)। সাইফুল ইসলাম নোয়াখালী জেলার আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বয়ক হিসেবে বিগত দুই বছর যাবৎ দায়িত্ব পালন করে। মনিরুল আহসান দীর্ঘ ছয় বছর ধরে জিহাদি মতাদর্শে উদ্বুদ্ধ এবং জিহাদি মতাদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সাইফুলের সহযোগী হিসেবে কার্যক্রম পরিচালনা করে।’’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গ্রেফতার দুই ব্যক্তি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা হটিয়ে যেকোনও মূল্যে কথিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে। তারা ফেসবুকসহ বিভিন্ন অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম ও অফলাইনে দেশবিরোধী পরিকল্পনা চালায়। দেশের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে তাদের খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংহতি, জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। গ্রেফতারকালে তাদের কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল সেট, একটি সিম কার্ড এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।’

তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের ষড়যন্ত্র, অপরাধ সংঘটনের সহায়তা, সহযোগিতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় সুধারাম মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(৩)/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

/এসএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে যৌথবাহিনীর অভিযানে ৩০ মাওবাদী নিহত
ভারতে যৌথবাহিনীর অভিযানে ৩০ মাওবাদী নিহত
জাকির গ্রুপের হামলায় ডিআরইউ সভাপতিসহ ১০ সাংবাদিক আহত
জাকির গ্রুপের হামলায় ডিআরইউ সভাপতিসহ ১০ সাংবাদিক আহত
অবশেষে ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলাকে অপসারণ
অবশেষে ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলাকে অপসারণ
কেমন আছে ব্যাংক খাত
কেমন আছে ব্যাংক খাত
সর্বাধিক পঠিত
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ