X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

থার্টিফার্স্ট নাইটে সব ধরনের বার বন্ধ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৫, ১৭:২৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ২০:২৩
image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থার্টিফার্স্ট নাইটে বিশৃঙ্খলা এড়াতে রাজধানীসহ সারাদেশে সব ধরনের বার ও ক্লাব আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি রাত পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
মহাপরিচালক জানান, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দেশের সব বার ও ক্লাব ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।
তিনি বলেন, ওই সময়ে রেস্টুরেন্ট খোলা থাকলেও বার বন্ধ থাকবে। এছাড়া থ্রি বা ফাইভ স্টার সব হোটেলেও বারের কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিদেশি পাসপোর্টধারীদের জন্য এ ব্যবস্থা শিথিল করা যাবে।
অবাধে মাদক নিয়ে চলাফেরা না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘থার্টিফার্স্ট নাইটে রাজধানী ঢাকাসহ সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মাদকবিরোধী মোবাইল টিম নিয়োজিত থাকবে। প্রয়োজনে তারা অভিযানও চালাবে।’

খন্দকার রাকিবুর বলেন, প্রতিবছর জানুয়ারি মাসকে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস হিসেবে পালন করে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। তাই আগামী জানুয়ারি মাসেও মাদকবিরোধী চলমান অভিযান জোরদার করা হবে। এছাড়া মাদকের কুফল সম্পর্কে মানুষকে সতেচন করতে প্রচারণামূলক কার্যক্রমও চালানো হবে।

মাদকের ব্যবহার ও পাচার বন্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে সহায়তার করতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক সম্পর্কিত কোনও তথ্য কারও কাছে থাকলে তা তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে জানাতে পারেন।

এ জন্য দুটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। এগুলো হচ্ছে- ০১৭০৮৯০৪৪৫৪, ০২৮৮৭০০১২। এসব নম্বরে ফোন করে যে কেউ তথ্য দিতে পারেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হবে এবং তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে।

/এআরআর /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত