X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

এক ঘণ্টার আগুনে এক যুগের ব্যবসা পুড়ে ছাই

শাহরিয়ার হাসান
২৪ নভেম্বর ২০২০, ১৩:২৪আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৩:২৪

পুড়ে যাওয়া দোকান

জাহাঙ্গীর আলম, গ্রামের বাড়ি পিরোজপুর। বিয়ের পর সংসারের অভাব অনটনে কারণে নতুন স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে প্রথম আশ্রয় হয় মহাখালীর কড়াইল বস্তিতে। একমাস পরে বস্তির পাশেই সাততলা বস্তিতে একটি দোকান দেন। ১০০০ টাকার পুঁজিতে হাঁড়ি পাতিলের দোকান গত ১২ বছরে প্রায় ১৫ লাখ টাকায় দাঁড়ায়। এক যুগের তিলে তিলে গড়া সেই দোকার এক ঘণ্টার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

জাহাঙ্গীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি রাতে ঢাকার বাইরে ছিলাম মাত্র আসলাম। এসে যা দেখলাম এটা স্বপ্নেও কখনও ভাবিনি। এর আগেও একাধিকবার বস্তিতে আগুন লাগছে। কিন্তু সে আগুননের আঁচ আমার দোকানে পড়েনি। এক যুগ ধরে কষ্ট করে গড়া এই দোকান। আগুনে দোকান পুড়ে যাওয়ার পর আমার স্ত্রী জুলেখা বারবার জ্ঞান হারিয়ে ফেলছে।’

আগুনে পোড়া বস্তি

সবকিছু হারিয়ে নিঃস্ব জাহাঙ্গীর বলেন,  ‘এই দোকানটাই আমাদের সব ছিল। এখানকার সংসার, গ্রামের বাড়ি বৃদ্ধ বাবা-মার সংসার এই দোকানের আয় থেকে চলতো। আনুমানিক ৮-৯ লাখ টাকার মালামাল ছিল ক্ষতি হয়েছে আমার। এক রাতের ব্যবধানেই আমাদের জীবন বদলে গেলো।’

নূরজাহান বেগম, ৪ বছর আগে সাত তালায় বস্তির দক্ষিণ পাশে দুই তলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ছোট্ট একটা রুমে থাকতো। করোনাকাল থেকে স্বামী অসুস্থ। কাল রাতে সবার আগুন লাগার চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে আসেন। চোখের সামনে দুই তালায় ধসে নিচে পড়ে যায়। ধসে যাওয়া দেয়ালে দাঁড়িয়ে বসে আহাজারি করছেন নূরজাহান।

আগুনে পোড়া বস্তি

তিনি বলেন,  ‘গতকাল একটি এনজিও থেকে ৩০ হাজার টাকা কিস্তিতে টাকা এনেছি। ছোট এক বাক্সের ভেতরে রেখেছিলাম বিভিন্ন পরিচয়পত্রসহ।  আগুনের চিৎকারে ঘর থেকে বের হই। সকালের দিকে আবার ঘরের জায়গায় ফিরে আসতে পারি। কিন্তু সেখানে আর কিছু নেই। আগুনে পুড়ে ধসে পড়েছে দুইতালা সেই ঘর।’

জাহাঙ্গীর নূরজাহানের মতো এরকম ৬৫টি দোকান ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির দিক থেকে দোকানিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ বলছেন এক লাখ, দুই লাখ, এমনকি ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সাহায্যের আশায় সকাল থেকে অপেক্ষা করছেন। এখনও তাদের কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউই আসেনি।

আগুনে পোড়া বস্তি

বস্তিতে লাগা আগুনের কারণ অবৈধ বিদ্যুৎ সংযোগ। এক বৈধ সংযোগ থেকে পুরো বস্তিতে ছড়িয়ে পড়েছে অবৈধ লাইন। চিকন আর নিম্নমানের তার বহন করছে ভারী এই বিদ্যুৎ সংযোগ। আর যার কারণেই বারবার আগুনের লেলিহান শিখায় পুড়ছে বস্তিবাসীর স্বপ্ন।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসারের এরশাদ হোসেন বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্টের পর আগুন লাগা সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে জানা যাবে।

আগুনে পোড়া বস্তি

এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টা ৪৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালের সামনে সাততালা বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটকে পাঠানো হয়। আগুনের গতিবেগ বেশি হওয়াতে পরবর্তীতে আরও ইউনিট যোগ করা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে সরু পথ ও পানির উৎসের অপ্রতুলতার কারণে তাদের বেগ পেতে হয়েছে।  আগুন লাগার পরই আগুনের লেলিহান শিখা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ।’

 

 

/এসএইচ/এসটি/
সম্পর্কিত
মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
সর্বশেষ খবর
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট