X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

‘সাংবাদিক মুনীরুজ্জামান ছিলেন শ্রমিকের স্বার্থ রক্ষায় সামনের সারির যোদ্ধা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২০, ১৯:০৩আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৯:০৫

খন্দকার মুনীরুজ্জামান দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ও  কলামিস্ট খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শোক বার্তায় রাজনৈতিক দলগুলো নেতারা বলেন, স্বাধীন সাংবাদিকতার বিকাশ ও রক্ষায় এবং গণমাধ্যমকে গণমানুষের দর্পণে পরিণত করতে মুনিরুজ্জামানের অবদান অনস্বীকার্য। তিনি পাকিস্তান আমলে দেশের স্বাধীনতার জন্য ও বাংলাদেশ আমলে গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শ্রমিকে স্বার্থ রক্ষার সংগ্রামে সামনের সারির যোদ্ধা ছিলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মুনিরুজ্জামানের মৃত্যুতে শোক বার্তা পাঠায় বিএনপি, জাপা, সিপিবি ও ওয়ার্কাস পার্টি।

খন্দকার মনিরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেন, ‘স্বাধীন সাংবাদিকতার বিকাশ ও রক্ষায় এবং গণমাধ্যমকে গণমানুষের দর্পণে পরিণত করতে তার অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারালো।’

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘নির্ভিক ও আদর্শবান সাংবাদিকতার প্রতীক ছিলেন খন্দকার মুনীরুজ্জামান। গণমাধ্যমকর্মীদের দক্ষতা, উন্নয়ন এবং স্বার্থ সংরক্ষণে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। মুনীরুজ্জামানের  মৃত্যুতে গণমাধ্যমের যে ক্ষতি হয়েছে, তা সহসাই পূরণ হওয়ার নয়।’

সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘পাকিস্তান আমলে ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে আইয়ুব-ইয়াহিয়োর স্বৈরাচারী ঔপনিবেশিক শাসন, মওদুদীবাদী জামায়াতিদের সাম্প্রদায়িক কর্মকাণ্ডের বিরুদ্ধে

তিনি সবসময় সোচ্চার ছিলেন। এর জন্য তার বিরদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। ছাত্রজীবন শেষে তিনি কমিউনিস্ট পার্টির সার্বক্ষণিক কর্মী হিসেবে পোস্তগোলা শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন সংগঠিত করার দায়িত্ব গ্রহণ করেন।’

নব্বইর দশকের শুরুতে সিপিবি ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন মনিরুজ্জামান। ১৯৯৩ সালে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যান। পরে সাংবাদিকতায়  সক্রিয় হন। পূর্ব থেকেই তিনি সাপ্তাহিক একতার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সাপ্তাহিক যায়যায়দিন ও পরে দৈনিক সংবাদে সাংবাদিকতা করেন।  মৃত্যুকালে তিনি সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

উল্লেখ‌্য, খন্দকার মুনিরুজ্জামান  মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ দিন চিকিৎসাধীন ছিলেন।

 

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার
চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার
ভ্যানে বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই জনের
ভ্যানে বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই জনের
‘জুলাই পদযাত্রা’য় অংশ নিতে রাজশাহীতে আসছেন এনসিপির নেতাকর্মীরা
‘জুলাই পদযাত্রা’য় অংশ নিতে রাজশাহীতে আসছেন এনসিপির নেতাকর্মীরা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল