X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বেশি বেতনের ভুয়া নিয়োগপত্র দিতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১৮:০০আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৮:২১

ভুয়া চাকরিদাতা সন্দেহে গ্রেফতার পৃথক অভিযানে ঢাকা জেলার আশুলিয়া-সাভার এবং রাজধানীর মিরপুর ও ভাটারা এলাকা থেকে ভুয়া  চাকুরিদাতা ও প্রতারক সন্দেহে ২৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।  এসময় চাকরিপ্রার্থী ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) সকালে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এই তথ্য জানান। জব্দ করা সরঞ্জাম

তিনি জানান, গোপন সসংবাদের ভিত্তিতে ঢাকার সাভার, আশুলিয়া, মিরপুর ও ভাটারায় একযোগে রবিবার (২৯ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় এসব এলাকা থেকে কয়েকটি চক্রকে গ্রেফতার করা হয়। যারা কিছু ভুয়া কোম্পানি খুলে ও উচ্চ বেতনের ফাঁদে ফেলে চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

অভিযানে রাজধানীর শাহ আলী থানাধীর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে ‘প্রসেস সিকিউরিটি সার্ভিস লিমিটেড’ নামের প্রতিষ্ঠান থেকে ৬৫টি জীবন বৃত্তান্ত ফর্ম, তিনটি সিল, একটি ব্যানার, চারটি ডায়েরি এবং চার জন ভুক্তভোগীসহ ভুয়া চাকরিদাতা ছয় প্রতারককে গ্রেফতার করা হয়। তারা হলো- মো. মোসলে উদ্দিন (৪২), মো. ফজলুল ইসলাম ওরফে সুনাম (৪০),  মো. আব্দুল মান্নান (৫২), মো. রেজওয়ান মাহমুদ রনি (২১), রাজু চন্দ্র শর্মা (২৪) ও মো. সাখাওয়াত হোসেন সজিব (২২)। ভুয়া চাকরিদাতা সন্দেহে গ্রেফতার

অপরদিকে, রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকায়  ‘Oyster International limited’ নামের প্রতিষ্ঠান থেকে দুটি ভর্তির আবেদন বই, দুটি অঙ্গীকারনামা বই, চারটি স্ট্যাম্প সিল, একটি ব্যানার, সাতটি আইডি কার্ড, তিনটি টাকা জমার রশিদ বই, একটি টাকা খতিয়ান বই, নগদ আট হাজার ৩৯৬ টাকা ও ১৬ জন ভুক্তভোগীসহ ভুয়া চাকরিদাতা পাঁচ প্রতারককে গ্রেফতার করে। প্রতারকরা হলো- আল-রাব্বি হাসান ওরফে পরিতোষ আওয়াল (৩৫), নুর কালাম (৩১), হাসিবুর রহমান (২১),  ফয়েজ (২৮),  ও মো. মামুন মিয়া (২১)। ভুয়া চাকরিদাতা সন্দেহে গ্রেফতার

রাজধানীর প্রগতি সরণির নর্দা এলাকায় ‘Amecon security services limited’ নামের প্রতিষ্ঠান থেকে ২২টি চাকরির বিজ্ঞাপন, ১৮টি ব্যাংকে টাকা জমার রশিদ, সাতটি রেজিস্টার বই,৬৫টি জীবন বৃত্তান্ত ফর্ম, ৫০টি লিফলেট, ৭১ টি বিজ্ঞাপন, আটটি সিল ও ৯ জন ভুক্তভোগীসহ ভুয়া চাকরিদাতা দুই প্রতারককে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলো- গোলাম মোস্তফা (৫৫), ও তোফাজ্জল হোসেন (৫২)। ভুয়া চাকরিদাতা সন্দেহে গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন টোংগাবাড়ি এলাকায় ‘Gym Security Ltd’ নামের প্রতিষ্ঠান থেকে ৪০টি নিয়োগ বিজ্ঞাপন ফর্ম, তিনটি ভর্তি ফর্ম, সাতটি হলফনামা, ১০টি আইডি কার্ড, সাতটি যোগদানপত্র ও ১৫ জন ভুক্তভোগীসহ ভুয়া চাকরিদাতা ১৪ প্রতারককে গ্রেফতার করে র‌্যাব। এরা হলো –মো. সোহেল রানা (৩২), মো. ইমরান (১৮), মো. রাব্বি মাহমুদ (১৮), ইব্রাহিম শেখ (২৪),  চয়ন বাড়ই (১৯), মো. ফাহাদ (১৮), মো. হাবিব (১৮), মো. রাসেল (১৮), মো. বাদল আহমেদ (১৮), মো. তাওসিফ (২০), মো. ইমরুল কায়েস (২৪), মোছা. মোস্তাফিম মজরিনা ওরফে হ্যাপি (২১),  হালিমা আক্তার (১৮) ওরফে জহুরা আক্তার বিথি (১৯)। ভুয়া চাকরিদাতা সন্দেহে গ্রেফতার

ঢাকার সাভারেরর কালমা থেকে আয়কর অফিসে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুটি ভুয়া নিয়োগপত্র ও ছয় জন ভুক্তভোগীসহ ভুয়া চাকরিদাতা এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার প্রতারকের নাম মো. গিয়াস সরদার (৬০)। জব্দ করা সরঞ্জাম

চক্রটি রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে বেনামে ভূঁইফোড় প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল তরুণদের আকর্ষণীয় ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখাতো। তারা ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে আসছিল।

 

 

/এআরআর/এফএস/
সম্পর্কিত
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম