X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পেপারফ্লাইয়ে ভারতীয় ইকম এক্সপ্রেসের বিনিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২১, ২২:০৪আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২২:০৪

বাংলাদেশের ইকমার্স প্রতিষ্ঠান ‘পেপারফ্লাই’য়ে একশো’ কোটি টাকা বিনিয়োগ করেছে ভারতের প্রযুক্তি খাতের অন্যতম বিপণন সংস্থা ইকম এক্সপ্রেস।  মঙ্গলবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে ভারতীয় প্রতিষ্ঠান ওয়ারবার্গ পিনকাস এবং সিডিসি গ্রুপের আওতাধীন পণ্য সরবরাহকারী এই প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ প্রক্রিয়া শেষ করার খবরটি জানায় পেপারফ্লাই।

প্রসঙ্গত, ২০১৬ সালে চার প্রতিষ্ঠাতা শাহরিয়ার হাসান, রাজিবুল ইসলাম, রাহাত আহমেদ এবং শামসুদ্দিন আহমেদের উদ্যোগে গড়ে ওঠা পেপারফ্লাই গত পাঁচ বছর ধরে দেশের ইকমার্স খাতে পণ্য বিলির কাজ করে আসছে। এদিকে নিজ দেশের বাইরে কোনও প্রতিষ্ঠানে এই প্রথম বিনিয়োগ করলো ইকম এক্সপ্রেস। ভারতজুড়ে ২৯০০ ডেলিভেরি পয়েন্টের মাধ্যমে দৈনিক ১০ লাখ মানুষের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে উদ্ভাবনী প্রযুক্তিভিত্তিক এই প্রতিষ্ঠানটি।

বিদেশি বিনিয়োগ এবং অংশীদারিত্বের প্রসঙ্গে পেপারফ্লাইয়ের প্রধান নির্বাহী শাহরিয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের প্রযুক্তি খাতের প্রসারের সঙ্গে সঙ্গে ইকমার্স পণ্য সরবরাহের সেবা কয়েকগুণ বেড়ে যাবে। প্রযুক্তি এবং উদ্ভাবনের সমন্বয়ে পণ্য ব্যবস্থাপনার গতানুগতিক ধারণা পাল্টে দিতে ইকম এক্সপ্রেসের সঙ্গে আমাদের অংশীদারিত্ব সহায়ক হবে।’

প্রধান পরিচালন কর্মকর্তা রাজিবুল ইসলাম বলেন, ‘স্থানীয়ভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠান হিসেবে পেপারফ্লাই গত পাঁচ বছরে দেশজুড়ে বিপণন ব্যবস্থাপনা গড়ে তুলেছে। প্রসারমান ইকমার্স খাতে অবদান রাখতে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব ব্যবসায় প্রসারে সাহায্য করবে।’

ইকম এক্সপ্রেস ইকম এক্সপ্রেসের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী টিএ কৃষনান বলেন, ‘পণ্য ব্যস্থাপনায় অভিজ্ঞতা এবং উদ্যোক্তাদের নেতৃত্বের মাধ্যমে অনলাইন ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছে পেপারফ্লাই। আমাদের বিনিয়োগ হলো— ডেলিভারি স্পেসে দ্রুত প্রবৃদ্ধি সরবরাহকারী সংস্থার সঙ্গে অংশীদার হওয়ার একটি সুযোগ। দীর্ঘ মেয়াদে একটি শক্তিশালী এবং টেকসই অপারেশন তৈরি করার এখনই সময়। ইকমার্স, লজিস্টিক এবং প্রযুক্তি সংস্থানের মাধ্যমে সাপ্লাই চেইন ব্যবহার করে উচ্চতর গ্রাহক অভিজ্ঞতা প্রদানে, আমরা পেপারফ্লাইয়ের সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রত্যাশায় রয়েছি।’  

উদ্যোক্তারা জানান, পেপারফ্লাই হচ্ছে বাংলাদেশের একটি হোম ডেলিভারি নেটওয়ার্ক। সারাদেশে প্রায় ১০০টি ডেলিভারি পয়েন্টে তাদের এক হাজারের বেশি কর্মী ইউনিয়নসহ  প্রান্তিক পর্যায়ে কাজ করছেন। আর ইকম এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড ভারতীয় ই-কমার্স শিল্পে একটি শীর্ষ স্থানীয় এন্ড টু-এন্ড টেকনোলজি সক্ষম লজিস্টিক সলিউশন সরবরাহকারী। ২০১২ সালে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠান।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন
একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু