X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সভাপতি প্রার্থীর মৃত্যু: পেছালো সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২১, ১৭:৩৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১৮:১৭

দৈনিক ভোরের কাগজের সিনিয়র সহ-সম্পাদক ও সভাপতি প্রার্থী হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যুতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচন সাত দিন পেছানো হয়েছে। নির্বাচনের জন্য আগামী ২৪ জানুয়ারি নতুন দিন নির্ধারণ করা হয়। শুক্রবার (১৫ জানুয়ারি) সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামীকাল (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার বার্ষিক সাধারণ সভার দিন সকালে সভাপতি প্রার্থী হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যু হয়।

জানা গেছে, শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এজিএম অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল হিলালী ওয়াদুদ চৌধুরীর। সে উদ্দেশে বাসা থেকে বের হওয়ার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। ওই অবস্থায় তাকে রাজধানীর মালিবাগে খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নির্বাচন পেছানোর বিষয়ে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের বর্তমান কমিটির সভাপতি জাকির হোসেন ইমন বলেন, ‘হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যু আমাদের ব্যথিত করেছে। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের একজন ছিলেন হিলালী ভাই। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এজিএমে নির্বাচন পেছানোর প্রস্তাব আসে। সর্বসম্মতিক্রমে নির্বাচন ৭ দিন পেছানো হয়েছে। আগের মতোই ওইদিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।’

 

 

 

/এসএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জামায়াত-শিবিরের সামাজিক আন্দোলনের ফাঁদে দেশ
জামায়াত-শিবিরের সামাজিক আন্দোলনের ফাঁদে দেশ
তাপপ্রবাহের মধ্যে হবিগঞ্জে শিলাবৃষ্টি, বসতঘর ও ফসলের ক্ষতি
তাপপ্রবাহের মধ্যে হবিগঞ্জে শিলাবৃষ্টি, বসতঘর ও ফসলের ক্ষতি
যানজট-গরমে রাজধানীবাসীর ভোগান্তি
যানজট-গরমে রাজধানীবাসীর ভোগান্তি
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?