X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

১৩ বছর ঝুলে থাকা মামলার কার্যক্রম স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২১, ১৬:৪৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৬:৪৯

৬০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান থাকলেও ১৩ বছর ধরে ঢাকার অর্থঋণ আদালত-১ এ চলমান একটি মামলার কার্যক্রম আগামী এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে অর্থঋণ আদালতের মামলাটি বাতিলের বিষয়ে রুল জারি করেছেন আদালত। 

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৮ জানুয়ারি) বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হাসান মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মৌসুমী রহমান।

এর আগে ঋণ পরিশোধের ব্যর্থতায় ২০০৭ সালে ডেমরার গোলাম কিবরিয়ার সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন ঢাকার অর্ধঋণ আদালত। কিন্তু সেই সম্পত্তি ক্রোকমুক্ত ও নিজের দাবি করে ২০০৮ সালে পাল্টা আবেদন (দেওয়ানি বিবিধ আবেদন) জানান গোলাম হায়দার নামের এক ব্যক্তি। অর্থঋণ আদালতের আইনের ৩২ ধারার বিধান অনুসারে, গোলাম হায়দারের আবেদনটি সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা। অথচ প্রায় ১৩ বছরেও সেই আবেদন নিষ্পত্তি হয়নি। ফলে অপরিচিত গোলাম হায়দারের আবেদনের কারণে গত ১৩ বছর ধরে কোর্টের দ্বারে দ্বারে ঘুরতে থাকেন গোলাম কিবরিয়া। দীর্ঘদিনেও আবেদনটি নিষ্পত্তি না হওয়ায় ১৩ বছরের চড়া সুদের দায় নিজের ওপর আসার অপেক্ষায় ভীত সত্তরোর্ধ বৃদ্ধ গোলাম কিবরিয়া।

গোলাম কিবরিয়া বলেন, ‘গোলাম হায়দারকে কখনোই আমি ব্যক্তিগতভাবে চিনতাম না। তার সঙ্গে আমাদের পারিবারিক কোনও সম্পর্কও নেই। এরপরও তিনি আমার সম্পত্তি (ক্রোক করা) জোড়পূর্বক নিজের বলে দাবি করে মামলা দেন। অথচ তিনি যেসব শরিকের মাধ্যমে জমি পেয়েছেন বলে দাবি জানিয়েছেন, সেখানে আমাদের দলিলে অন্য শরিকদারের নাম রয়েছে। অর্থাৎ আমি আমার শরিকের মাধ্যমেই ওই সম্পত্তির মালিকানা পেয়েছি, তা স্পষ্ট।’

বর্তমানে মামলাটি ঢাকার অর্থঋণ আদালত-১ এ বিচারাধীন। মামলাটি খারিজ চেয়ে ২০২০ সালের ২৮ অক্টোবর ওই আদালতে আবেদন জানান গোলাম কিবরিয়া। তবে অর্থঋণ আদালত-১ এর বিচারক জাহাঙ্গীর হোসেন সেই আবেদন খারিজ করে দেন। এরপর বিচারিক আদালতে দীর্ঘদিন ঝুলে থাকা মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা চেয়ে ২০২০ সালের সেপ্টেম্বরে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট উপরোক্ত আদেশ দিলেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী