X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশি নলেজ শেয়ারিং সোশ্যাল প্লাটফর্ম ‘ভিওবি’র যাত্রা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৫

ভিন্ন ভিন্ন খাতের অগ্রদূতদের মধ্যে যোগসূত্র স্থাপনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ভ্যালর অব বাংলাদেশ (ভিওবি)। এটি প্রথম বাংলাদেশি নলেজ শেয়ারিং সোশ্যাল প্লাটফর্ম। শনিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ভিওবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিওবি মূলত লাইটহাউজ বাংলাদেশের একটি উদ্যোগ। এটি বিভিন্ন খাতের অগ্রদূত, করপোরেট ব্যক্তিত্ব ও শিক্ষাবিদদের মধ্যে গঠনমূলক সংলাপ অনুষ্ঠানে ভূমিকা রাখবে। এর লক্ষ্য হলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন স্তরের সমস্যা ও অগ্রাধিকারের ওপর ভিত্তি করে পুরো ইকো সিস্টেমকে ব্যবচ্ছেদ এবং পথ প্রদর্শন করা। এর মাধ্যমে ভিওবি আরও টেকসই ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

ভিওবির প্রধান লক্ষ্য তিনটি। এগুলো হলো বিভিন্ন খাতের অগ্রদূত ও বিশেষজ্ঞদের যুক্ত করা, জাতীয় অগ্রাধিকারে আলোকপাত এবং কৌশল সুপারিশ করা।

ভিওবির ট্রাস্টি বোর্ডের সদস্যরা হলেন টাইসার রিস্ক ম্যানেজমেন্টের পর্ষদ উপদেষ্টা আনিস এ. খান, একে খান গ্রুপের সিইও কেএএম মাজেদুর রহমান, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ এম কামাল, সাউথটেক গ্রুপের এমডি ও সিইও মামনুন কাদের, ডেভোটেকের চেয়ারম্যান ও সিইও রায়হান শামসি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব, পেপার রাইমের চিফ ক্রিয়েটিভ অফিসার ও এমডি এজেডএম সাইফ, সিথ্রিসিক্সটির কো-ফাউন্ডার ও এমডি মাহজাবীন ফেরদৌস, ডিজিটেকের ম্যানেজিং পার্টনার জোহেব আহমেদ, লাইটহাউজের সিইও নাজমুস আহমেদ আলবাব, বিএটিবির এমডি শেহজাদ মুনিম, ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন ইমরান রহমান, শাশা ডেনিমসের এমডি শামস মাহমুদ, ইউনিলিভার কনজ্যুমার হেলথ লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান এবং রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান শাহরিয়ার জাহেদী।

ভিওবির প্রতিষ্ঠাতা সদস্য হলো কমিউনিটি ব্যাংক, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, আইপিডিসি, ইস্পাহানি, মাস্টারকার্ড, এমটিবি, সাইটেক, শাশা ডেনিম এবং ইউসিবি। আর ব্যানক্যাট, সিথ্রিসিক্সটি, ডিজিটেক কমিউনিকেশন, পেপার রাইম এবং সাউথটেক হলো ভিওবি ভ্যালুড পার্টনার।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
তিব্বতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
তিব্বতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল