X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

পড়ে গেল মাথা, গজাল নতুন শরীর!

বিজ্ঞান ডেস্ক
১১ মার্চ ২০২১, ১২:৪৮আপডেট : ১১ মার্চ ২০২১, ১২:৪৮

ডেডপুল সিনেমাটা দেখেছেন? ভিলেনের গুলিতে শরীর যতই ছিন্নভিন্ন হয়ে যাক না কেন, ফের গজায় হাত-পা, আঙুল। এবার বাস্তবের ডেডপুল খুঁজে পেয়ে হতভম্ব হয়ে গেছেন জাপানি বিজ্ঞানীরা। এমন এক সামুদ্রিক স্লাগ পাওয়া গেছে, যারা কিনা নিজেদের মুণ্ডু আলাদা করে গজিয়ে নিতে পারে একেবারে নতুন একটা শরীর!

‘প্রকৃতিতে নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ তথা বডি রিজেনারেশন-এর চূড়ান্ত উদাহরণ এটা।’ জানালেন এ আবিষ্কারের প্রধান কর্তা সায়াকো মিতো। জাপানের নারা উইম্যানস ইউনিভার্সিটির ডক্টরাল শিক্ষার্থী তিনি।

প্রকৃতির আজব এ খেয়াল সায়াকো মিতো চাক্ষুষ করেছিলেন ২০১৮ সালে। ল্যাবের একটি ট্যাংকে রাখা ছিল স্যাকোগ্লোসান নামের ওই সি-স্লাগ (শামুকগোত্রীয় প্রাণী)। সায়াকো দেখেন, স্লাগটার শরীর থেকে কী করে যেন মুণ্ডুটা আলাদা হয়ে গেছে। ভেবেছিলেন, বড়জোর কয়েকটা দিন বাঁচবে। কিন্তু কয়েকদিন পর যা দেখলেন, ভিরমি খেলেন তাতে।

‘দেখলাম, মাথার নিচের কাটা অংশটা দ্রুত সেরে গেল। সেখানে তৈরি হচ্ছে বাড়তি অংশ। কয়েকদিন পর রীতিমতো একটা আস্ত হৃৎপিণ্ডও গজিয়ে গেল। সেটা বিট করতেও দেখলাম। ধীরে ধীরে স্লাগটা তার শরীরের হারানো ৮০ ভাগই তৈরি করে ফেলল।’

সায়াকো আরও জানালেন, সামুদ্রিক স্লাগটির নতুন শরীরটা হুবহু আগেরটার মতোই। আরও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেখা গেল, স্যাকোগ্লোসান স্লাগটা শরীরের বাকিসব তৈরি করতে পারলেও নতুন করে মাথা বানাতে পারে না।

শরীর গজানোর পুরো প্রক্রিয়াটা এখনও ধোঁয়াশায় ঢাকা। তবে মাথার ভেতর কিংবা সংরক্ষিত স্টেম সেল যে কাজে লাগায় তা নিয়ে গবেষকরা অনেকটাই নিশ্চিত। আরও জানা গেল এ প্রজাতির স্লাগরা নিজের মাথা ইচ্ছে করেই আলগা করে ফেলে। আলাদা হওয়ার পর ধড়টা বেঁচে থাকে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় (যেভাবে খাদ্য বানায় গাছেরা)।

আরও দেখা গেল, মাথা থেকে আস্ত শরীর গজানোর ক্ষমতা কেবল তরুণ স্লাগদেরই দিয়েছে প্রকৃতি। বুড়িয়ে গেলে আর মাথা ‘কাজ’ করে না ওদের।

কারেন্ট বায়োলজি জার্নালে ছাপা হয়েছে এ গবেষণার বৃত্তান্ত।  

/এফএ/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি