X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই কাঁচাবাজারে

শাহেদ শফিক
০৬ এপ্রিল ২০২১, ২০:০৬আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২০:০৬

করোনা মহামারি ঊর্ধ্বমুখী হওয়ায় সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে প্রতিদিন কয়েক ঘণ্টা কাঁচাবাজার খোলা রাখা যাবে। কিন্তু রাজধানীর কাঁচাবাজারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বিষয়টি যেন দেখারও কেউ নেই। তাছাড়া বাজারগুলো উন্মুক্ত স্থানেও স্থানান্তর হয়নি। মঙ্গলবার (৬ এপ্রিল) নগরীর বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকালে খিলগাঁও সিটি করপোরেশন কাঁচাবাজারে দেখা গেছে, গাদাগাদি করেই শাক-সবজি বিক্রি করা হচ্ছে। দুই-একজন বিক্রেতার মুখে মাস্ক দেখা গেলেও অনেকের মুখেই নেই। ক্রেতাদেরও কারও মুখের মাস্ক থুতনিতে, আবার কারও পকেট। কোথাও ছিল না সামাজিক দূরত্ব।

স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই কাঁচাবাজারে একই চিত্র দেখা গেছে সেগুনবাগিচা কাঁচাবাজারেও। এই মার্কেটে গাদাগাদি করে ক্রেতাদের বাজার করতে দেখা গেছে। বিষয়গুলো নিয়ে জানতে চাওয়া হলে একে অপরকে দোষারোপ করছেন তারা। শফিকুল ইসলাম নামে একজন সবজি বিক্রেতা বলেন, ‘কত সময় ধরে মাস্ক পরে থাকা যায়। মাস্ক পরে গ্রাহকের সঙ্গে কথা বললে তারা কথা বোঝেন না।’ তিনি যুক্তি দেখিয়ে বলেন, ‘আমি তো ক্রেতাদের কাছ থেকে তিন ফুট দূরে অবস্থান করছি। সুতরাং সমস্যা হবে না।’

কারওয়ান বাজারের কাঁচাবাজারেও একই অবস্থা। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক দেখা যায়নি। কেটাকাটাও চলছে গাদাগাদি করে। যত্রতত্র হাঁটছেন মানুষ। বাজারের প্রবেশমুখগুলোতে হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক কিছুই ছিল না। সিটি করপোরেশন বা অন্য কোনও সংস্থাকেও বাজার মনিটরিং করতে দেখা যায়নি। মাস্ক ব্যবহার না করার বিষয়ে জানতে চাইলে নবীর উদ্দিন নামে একজন সবজি বিক্রেতা বলেন, ‘কাজের ব্যস্ততার কারণে অনেক সময় ভুলে যাই। তাছাড়া গরমে ঘামের সঙ্গে ভিজে যায়। মানুষও কিছু বলে না। করোনা হলেই এমনিতেই হবে। মাস্ক পরলেও হবে না পরলেও হবে।’

স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই কাঁচাবাজারে করোনা সংক্রমণ লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উম্মুক্ত স্থানে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয় করা যাবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়। করোনার এ সময়ে স্বাস্থ্যবিধি মানতে মোট ১১টি নির্দেশনা দিয়েছে সরকার। এসব নির্দেশনা মানা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাঁচাবাজারগুলো উন্মুক্ত স্থানে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য কাজ চলছে। আমরা এরই মধ্যে আমাদের কাউন্সিলর, নির্বাহী কর্মকর্তা ও ডিএনসিসির বাজার শাখাকে নির্দেশনা দিয়েছি, তারা যেন এগুলোকে উন্মুক্ত স্থানে নিয়ে যান।’

স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই কাঁচাবাজারে তিনি আরও বলেন, ‘আমাদের ১২টি মোবাইল কোর্ট মাঠে কাজ করছে। গতকাল ৮১টি মামলা করা হয়েছে। তার মধ্যে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে কিছু কিছু মানুষ হয়তো আইনটি কম মানছে, তবে বেশির ভাগ মানুষ যাতে করোনা না হয় সেজন্য অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছে। মানুষ কর্মের প্রয়োজনে ঘরের বাইরে যচ্ছে। আমরা চেষ্টা করছি মানুষকে বুঝিয়ে সচেতন করার জন্য। তাছাড়া আমরা অনেকগুলো বিষয় তো চালু রেখেছি। ৮টা থেকে ৫টা  পর্যন্ত দোকানপাট খোলা আছে। নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খোলা। অফিস আদালতও সীমিত আকারে খোলা রয়েছে। মানুষের মুভমেন্ট পুরোপুরি বন্ধ করলে অর্থনীতির মারাত্মক ক্ষতি হবে। অনেক হিসাব-নিকাশ করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জনসচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা অনেক উদ্যোগ নিয়েছি। এর মধ্যে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা। মাঠ খুঁজে বের করে কাঁচাবাজারগুলো সেখানে স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনা করছি।’

একই কথা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী। তিনি বলেন, ‘সংক্রমণ আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের কয়েকটি ভ্রাম্যামাণ আদালত পরিচালনা হচ্ছে। আমাদের মেয়রও কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছেন।’

ছবি: নাসিরুল ইসলাম

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
ভুয়া পুলিশ সদস্য আটক
মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট