X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২১, ১২:০১আপডেট : ০৮ মে ২০২১, ১২:০১

গুমোট গরম সরিয়ে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্নস্থানে ঝরছে স্বস্তির বৃষ্টি। আজও ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছে। বিকালের দিকে ঢাকা বিভাগসহ আশপাশের এলাকাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, কিছু কিছু এলাকায় এখনই বৃষ্টি হচ্ছে। যেমন- বরিশাল, বরগুনা, নোয়াখালী ও চট্টগ্রামের কিছু এলাকায় হালকা বৃষ্টি হচ্ছে। এদিকে ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া ও রংপুরের দিকেও একটু একটু বৃষ্টি হয়েছে। আবার বিকালের দিকেও হতে পারে। ঢাকায় বিকালের পরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে ভোর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা হয়ে আছে। কোথাও কোথাও হয়ে গেছে বৃষ্টি। বিকালের পর যেকোনও সময় ঢাকাসহ আশপাশের এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রংপুরে ৬৭ মিলিমিটার। এর বাইরে দিনাজপুরে ২০, সৈয়দপুরে ৩০, তেঁতুলিয়ায় ৩১, ডিমলায় ৩০, রাজারহাটে ৫১, মোংলায় ৯, যশোরে ২৮, বরিশালে ৮, পটুয়াখালীতে ২, খেপুপাড়ায় ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৬ দশমিক ৩, ময়মনসিংহে ৩৪ দশমিক ৪, চট্টগ্রামে ৩৪, সিলেটে ৩৪, রাজশাহীতে ৩৩ দশমিক ৫, রংপুরে ৩১ দশমিক ৭, খুলনায় ৩১ দশমিক ৮ এবং বরিশালে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

/এসএনএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে