X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘ন্যাশনাল ওয়াটার গ্রিড লাইন’ চালুর পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট      
২৬ মে ২০২১, ১৯:৫৪আপডেট : ২৬ মে ২০২১, ২০:৩০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে নিরাপদ পানি সরবরাহে ‘ন্যাশনাল ওয়াটার গ্রিড লাইন’ চালুর পরিকল্পনা করছে সরকার। এছাড়া আঞ্চলিক পানি সমস্যা সমাধানে ‘আন্তসীমান্ত ওয়াটার গ্রিড লাইন’ চালুর বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার (২৬ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে দি রিজিওনাল সেন্টার অন আরবান ওয়াটার ম্যানেজমেন্ট (আরসিইউডব্লিউএম)-এর ‘গভর্নিং বোর্ড মিটিং-২০২১’-এ সংযুক্ত হয়ে বাংলাদেশের পক্ষে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, পানি সেক্টরের উন্নয়নে সদস্য দেশগুলোর সক্ষমতা বৃদ্ধি, গবেষণা এবং কৌশল বিনিময়ের উদ্দেশ্যে ২০০২ সালে ইউনেস্কোর তত্ত্বাবধানে আরসিইউডব্লিউএম গঠিত হয়।

সভায় তাজুল ইসলাম বলেন, ‘‘উপকূলীয় অঞ্চলের পানি লবণাক্ত হওয়া ছাড়াও দেশের কিছু কিছু এলাকায় নিরাপদ সুপেয় পানি সরবরাহ একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ‘ন্যাশনাল ওয়াটার গ্রিড লাইন’ তৈরির মাধ্যমে জোন এবং সাব-জোন করে পানি সরবরাহ করতে পারলে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।’

আন্তসীমান্ত ওয়াটার গ্রিড লাইন চালুর প্রসঙ্গে আরসিইউডব্লিউএম গভর্নিং বোর্ডের সদস্য মো. তাজুল ইসলাম বলেন, ‘এই অঞ্চলের অনেক দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পানি রয়েছে। আবার কিছু দেশে প্রয়োজনের তুলনায় পানির স্বল্পতা রয়েছে’। সদস্য রাষ্ট্রগুলোর সমন্বয়ের মাধ্যমে সব দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন মন্ত্রী।

সুপেয় পানির চাহিদা মেটাতে বাংলাদেশ এবং আন্তসীমান্ত ওয়াটার গ্রিড নির্মাণ সংক্রান্ত ধারণাটি আরসিইউডব্লিউএম’র সদস্য দেশগুলোর মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে  নিয়ে যাওয়ার সম্ভাব্যতা যাচাইয়ের প্রস্তাব করেন তিনি ।

এ প্রসঙ্গে রাশিয়া, রোমানিয়া ও গ্রিসের উদাহরণ দিয়ে তিনি প্রশ্ন উত্থাপন করে বলেন, ‘ইউরোপের দেশগুলোতে এ ধরনের কানেক্টিভিটি থাকলে আমাদের এই অঞ্চলে কেন থাকবে না। এই অঞ্চলের মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহে আঞ্চলিক সহযোগিতার কোনও বিকল্প নেই।’

তাজুল ইসলাম পানি এবং স্যানিটেশন সেক্টরে বাংলাদেশের বিভিন্ন অর্জন বিশেষ করে বাংলাদেশে সুপেয় পানির কাভারেজ, ভূ-উপরিস্থ পানির ব্যবহার, স্যানিটেশন সংক্রান্ত পদক্ষেপগুলো গভর্নিং বোর্ড সভায় উপস্থাপন করলে উপস্থিত সবাই প্রশংসা করেন।

বাংলাদেশ নদীমাতৃক এবং হিমালয় কোষের ডাউনস্ট্রিমে থাকায় পানির খুব একটা সমস্যা নেই উল্লেখ করে মন্ত্রী জানান, বাংলাদেশে ৯৮ শতাংশ মানুষ নিরাপদ পানির আওতায় এসেছে। এছাড়া ৫০ শতাংশের ওপরে ভূ-উপরিস্থ পানি ব্যবহার হচ্ছে।

ইরানের জ্বালানি মন্ত্রীর সভাপতিত্বে ইরাক, মিসর, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জার্মানি এবং তুরস্কসহ ১৮টি দেশের পানি সংক্রান্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, ইউনেস্কো, ইউএনডিপি, এফএও, ডব্লিউএমও, আইডব্লিউএ ও আইএসডিবিসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এবং বেশ কয়েকটি পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিরা বোর্ড সভায় অংশগ্রহণ করেন।

/এসএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে, ভালো অবস্থায় আছে: সমবায়মন্ত্রী
রাজউকের খালে ডিএনসিসির পরিষ্কার কার্যক্রম
সবাইকে মশা নিধনে এগিয়ে আসতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী
সর্বশেষ খবর
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে