X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

‘রোহিঙ্গা সমস্যা সমাধানে আসিয়ান ব্যর্থ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২১, ২২:৩৩আপডেট : ২১ জুন ২০২১, ২২:৩৩

রোহিঙ্গাদের ওপরে গণহত্যা চালানো হলেও এই সমস্যা সমাধানে সমষ্টিগতভাবে আসিয়ান দেশগুলো ব্যর্থ হয়েছে। বর্তমান সামরিক সরকার ও বিদ্রোহী ন্যাশনাল ইউনিটি সরকারের (এনইউজি) মধ্যে দ্বন্দ্বের কারণে মিয়ানমারে বড় ধরনের একটি খেলার ক্ষেত্র তৈরি হচ্ছে বলে মনে করেন সাবেক পররাষ্ট্র সচিব ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনিয়র ফেলো মো. শহীদুল হক।

সোমবার (২১ জুন) রাতে ‘কনফ্লিক অ্যান্ড রেজিলিয়েন্স রিসার্চ ইনস্টিটিউট কানাডা’ আয়োজিত এক ওয়েবিনারে শহীদুল হক বলেন, ‘মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে আসিয়ানের কোনও ভূমিকা রাখার আগ্রহ না থাকার কারণে দেশটি ব্যর্থ রাষ্ট্রের দিকে চালিত হচ্ছে।’

তিনি বলেন, ‘যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয়, তবে আসিয়ানের গুরুত্ব এবং ইন্দো-প্যাসিফিকে তাদের কেন্দ্রীয় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে।’

সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন, ‘মিয়ানমারে সম্প্রতি অভ্যুত্থান সংঘটিত হওয়ার পর গণতন্ত্রের পক্ষে আসিয়ান সামগ্রিকভাবে কোনও পদক্ষেপ নিতে পারেনি। কারণ, থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওস ক্ষমতার পালাবদলকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করেছে।’

তিনি বলেন, ‘‘আসিয়ানের চেয়ার ব্রুনাই ‘সংলাপ, সবার সঙ্গে সম্প্রীতি ও স্বাভাবিক অবস্থায় ফেরত’ যাওয়া নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে এবং এপ্রিল মাসে জাকার্তায় আসিয়ান শীর্ষ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।’’

মিয়ানমার আসিয়ানের এই প্রস্তাব তখন মেনে নিলেও পরবর্তীতে এ বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। বরং জেনারেল মিং আং হ্লাইং প্রকৃতপক্ষে আসিয়ানের আহ্বানকে উপেক্ষা করেছে এবং বলেছে, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আসিয়ান দূত মিয়ানমার সফর করতে পারবে না।

অনুষ্ঠানে কানাডায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. খলিলুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান মালয়েশিয়ার
ভয়াবহ ভূমিকম্পে কূটনৈতিক সুবিধা পেতে পারে মিয়ানমার জান্তা
নির্বাচন নয়, মিয়ানমারে দরকার শান্তি: আসিয়ান
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন