X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান’ সমৃদ্ধি অর্জন ত্বরান্বিত করবে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২১, ২৩:১২আপডেট : ০৮ জুলাই ২০২১, ২৩:১২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান-এমসিপিপি’ জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা দূর করে সহিষ্ণুতা এবং সবুজ উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধি অর্জনে সহায়ক হবে। তিনি বলেন, ‘এমসিপিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত যুগান্তকারী পদক্ষেপ, যা অভিযোজন, সহিষ্ণুতা, স্বল্প-কার্বন পথ এবং ক্ষয়ক্ষতির জন্য প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তার এক উচ্চাভিলাষী এজেন্ডা। জলবায়ু পরিবর্তনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ  অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় পরিকল্পনাটি প্রণয়ন করা হয়েছে।’ 

বৃহস্পতিবার (৮ জুলাই) সিভিএফ চেয়ারম্যান ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার  উদ্বোধন করা ‘ফার্স্ট ক্লাইমেট ভালনারে‍বলস ফিন্যান্স সামিটে’ ভি-২০ মিনিস্টেরিয়াল ডায়লগ ভিআইআই এ’র প্ল্যানেটারি রিকভারি অ্যান্ড প্রসপারিটি সেশনে  ‘মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান’ উপস্থাপনকালে মিন্ত্রী এসব কথা বলেন।

ভি ২০ দেশগুলোর অর্থমন্ত্রীরা, জি ৭ এবং জি ২০ দেশের মন্ত্রী এবং প্রতিনিধিরা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রধানরা, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এবং অংশীদাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবেশমন্ত্রী বলেন, ‘আজ  এখানে উপস্থাপিত পরিকল্পনাটি জলবায়ু পরিবর্তনে ঝুঁকি এবং সম্ভাবনাগুলো যাতে সরকারি এবং বেসরকারি সিদ্ধান্তে পুরোপুরি প্রতিফলিত হয়, তা নিশ্চিত করবে। এ পরিকল্পনায় নীতিমালা এবং বিনিয়োগ সিদ্ধান্তের উন্নয়ন এবং এ সংক্রান্ত সমস্যার সমাধান বাস্তবায়নের উপায় বর্ণিত হয়েছে। এতে দেশীয় এবং আন্তর্জাতিক অংশীদারদেরকে আমাদের অর্থনীতি এবং জনগণের জন্য জলবায়ু সহিষ্ণুতা এবং সমৃদ্ধির ফলাফল ত্বরান্বিত করতে প্রয়োজনীয় নতুন তহবিল সংস্থানে সমন্বিত পথ বাতলে দেওয়া হয়েছে।’

তিনি বলেন,  ‘সিভিএফ ও ভি ২০ এর সদস্যরা যৌথ মাল্টি-ডোনার তহবিলের সহায়তায় জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারেন।’ শাহাব উদ্দিন বলেন, ‘আমরা জলবায়ুর ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সর্বাধিক সহিষ্ণু  এবং সমৃদ্ধির লক্ষ্যে  আমাদের অংশীদারদের জন্য বিনিয়োগ নিশ্চিত করতে বৃহৎ অর্থনীতির এবং অংশীদারদের সঙ্গে কাজ করার প্রত্যাশায় রয়েছি।’

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা