মহামারি করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাপ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ জুলাই) অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার বিভাগ, এফসিডিও ও ইউএনডিপি এর সহযোগিতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প এ কর্মসূচির আয়োজন করে।
এসময় ড্যাপের পরিচালক পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকার কোভিড থেকে সুরক্ষার জন্য ঘোষিত লকডাউন শিথিল করেছে। এমতাবস্থায় সারাদেশে মানুষের ছোটাছুটি এবং গরুর হাটগুলো করোনা সংক্রমণের হার বৃদ্ধি করতে পারে। জনবহুল হওয়ার রাজধানী ঢাকায় এর ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে দরিদ্র বসতিতে সচেতনতার অভাব এবং প্রয়োজনীয় সুরক্ষা উপকরণ যেমন মাস্ক ব্যবহার না করায় অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন। এজন্য সচেতনতা তৈরির পাশাপাশি সুরক্ষা সামগ্রী এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে সকলকে এগিয়ে আসতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প, ডিএনসিসির টাউন ম্যানেজার মোঃ মারুফ হোসেন, গভর্নেন্স এন্ড মোবিলাইজেশন এক্সপার্ট পবিত্র মান্দা, ফাইন্যান্স অ্যান্ড এডমিন অফিসার ফারহানা করিম ভূঁইয়া, কমিউনিটি অর্গানাইজার, কমিউনিটি ফ্যাসিলিটেটর, সোসিও-ইকোনোমিক এন্ড নিউট্রিশন ফ্যাসিলিটেটর এবং কমিউনিটি লিডারবৃন্দ। সভা সঞ্চালনা করেন ইনফ্রাস্ট্রাকচার এন্ড হাউজিং এক্সপার্ট মো. জিয়াউল লতিফ।
উল্লেখ্য, ইউএন কর্তৃক সপ্তাহব্যাপী কোভিড ক্যাম্পেইনে ড্যাপ প্রকল্পের সহযোগিতায় দরিদ্র মানুষের মাঝে উল্লেখযোগ্য সংখ্যক মাস্ক বিতরণ করা হবে।
উক্ত মাস্ক বিতরণ কার্যক্রমে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার এবং আরও কয়েকজন সামাজিক সংগঠকও সহযোগিতা করছেন।