X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

সারা দেশ থেকে প্রবাসীরা ঢাকায়, রাত থেকে লাইনে টিকার অপেক্ষায়

আমিনুল ইসলাম বাবু
০১ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৩

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা কুয়েত প্রবাসী খুরশীদ আলম তিন নম্বর সিরিয়াল বসে আছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি অপেক্ষায় টিকা কেন্দ্রের বাইরে। তিনি বলেন, বুধবার তার টিকা নেওয়ার তারিখ, তাই আজ চলে এসেছেন বিকাল চারটায়। এসে এখানে বসে আছেন। তিনি মর্ডানার ২য় ডোজ নিবেন।

কেবল খুরশীদ আলম নন পিরোজপুরে বাসিন্দা সুভাষ রায়,  কুমিল্লার বাসিন্দা সুমন, ইসমাইল হোসেন, সহ অনেকেই টিকা নিতে এসেছেন। এদের সকলেই প্রবাসী। টিকা ডেটের আগের দিন বিকাল থেকে কেন বসে আছেন জানতে চাইলে তারা বলেন, হুট করে এসে হোটেল উঠে কি করবো, তা ছাড়া সকালে এসে দেখবো প্রচুর ভির জমে যায়। কমপক্ষে ৫/৬ শত লোকের পেছনে চলে যাবো। তাই আগে ভাগেই চলে এসেছি।

সকাল সকাল ডোজ নিয়ে চলে যাবো। প্রথম ডোজ নিতে এসে বুঝতে পেরেছিলাম কত কষ্ট করতে হয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ বলেন, রাতে কথাবার্তা বলতে বলতে এমনিতেই সময় পার হয়ে যাবে।

রাত আনুমানিক নয়টা ঢামেক হাসপাতাল জরুরি বিভাগে পাশে টিকা কেন্দ্রের সামনে গিয়ে দেখা যায় বেশ কয়েক পাটি বিছিয়ে কেউ শুয়ে আছেন, আবার কেউ বসে আছেন তারাই জানালেন এসব তথ্য।

এদিকে অধিদফতর বলছে সঠিক তথ্য জানে না বলেই এই হয়রানি। মডার্না টিকা সিটি করপোরেশন এলাকায় দেওয়া যায়। প্রবাসীকল্যাণ কোনও কেন্দ্র ঠিক করে দেয় না। নোয়াখালী থেকে যিনি এসেছেন তিনি কুমিল্লা গিয়ে নিতে পারতো। যখন দেশে ফাইজার দেওয়া হয় তখন শুধু প্রবাসীদের ৭টি হাসপাতালে টিকা ঠিক করে দেওয়া হয়েছিল। তখন সারাদেশ থেকে এসে ঢাকায় টিকা নিতে হতো। সেটা তারা এখনেও মনে করে টিকা নিতে ঢাকায় যেতে হবে। 

সেখানে এক আনসার সদস্য রবিউল ইসলাম বলেন, টিকা নেয়ার প্রার্থীরা আগের দিন বিকাল থেকে সারারাত এভাবেই আসতে থাকেন, সকাল হতে হতে এ লাইন মেইন গেইট হয়ে বাহির দিয়ে প্রশাসনিক গেইটও পার হয়ে যায়। সেখানে প্রায় দু'হাজারও বেশি লোক হয়ে যায়।

ঢামেক হাসপাতালে ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলম বলেন, প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পর্যন্ত নিবন্ধনকৃত প্রবাসীসহ টিকা সকলকে দেওয়া হয়।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত প্রথম ডোজ, ২য় ডোজ, সব মিলিয়ে ৩১৯৯ ডোজ দেওয়া হয়েছে।

 

/ইউআই/এফএএন/
সম্পর্কিত
‘বান্ধবীকে’ নিয়ে ভাড়া বাসায় থাকতেন তরুণ, মিললো ঝুলন্ত লাশ
গভীর রাতে ঘরে ঢুকে যুবককে হত্যার অভিযোগ
মতিঝিলে ফুটপাত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
দিল্লির শিশু হাসপাতালে আগুন, সাত নবজাতকের মৃত্যু
দিল্লির শিশু হাসপাতালে আগুন, সাত নবজাতকের মৃত্যু
তরুণদের বন্যপ্রাণীর ক্ষতি না করার শপথ করালেন প্রধান বন সংরক্ষক
তরুণদের বন্যপ্রাণীর ক্ষতি না করার শপথ করালেন প্রধান বন সংরক্ষক
অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ট্রলারডুবি
অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ট্রলারডুবি
প্রতীক জটিলতায় স্থগিত হওয়া সেই ইউপিতে চলছে ভোটগ্রহণ
প্রতীক জটিলতায় স্থগিত হওয়া সেই ইউপিতে চলছে ভোটগ্রহণ
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
রঙমিস্ত্রি থেকে যেভাবে এমপি আনার হত্যায় জড়ায় জিহাদ
রঙমিস্ত্রি থেকে যেভাবে এমপি আনার হত্যায় জড়ায় জিহাদ