X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে স্বস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ২০:৪০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৭

গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যার বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেলো রাজধানীবাসী। তাপমাত্রা দিনের তুলনায় অনেকখানি কমে এসেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এর আগে গতকাল রাতের ঢাকাসহ বেশ কয়েকটি বিভাগে বৃষ্টি হয়েছে। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরম আজ কিছুটা কম ছিল। সন্ধ্যা সাতটা থেকেই টিপ টিপ করে শুরু হওয়া বৃষ্টি সাড়ে সাতটা নাগাদ মুষলধারে শুরু হয়। আবার পৌনে আটটায় এসে তা কমে যায়। এতে করে সারাদিনের ভ্যাপসা গরম এখন আর একেবারেই নেই।

আবহাওয়া বিদ আব্দুল মান্নান বলেন, আজকের বৃষ্টিতে তাপমাত্রা আরও কিছুটা কমেছে। আগামী ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এতে করে তাপমাত্রা আরও কমে আসবে তাপমাত্রা। 

গত ২৪ ঘণ্টায় ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর,  ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী,  ফেনী, চাঁদপুর,  পাবনা,বগুড়া, সিরাজগঞ্জ,  দিনাজপুর,  পঞ্চগড়,  যশোর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এখন তা কমে কেবল চার জেলায় আছে। জেলাগুলো হলো- পঞ্চগড়, দিনাজপুর,  রাজশাহী এবং নীলফামারী।

সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন ভারতের উড়িষ্যা উপকূলে অবস্থান করছে।  এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর প্রভাবে , খুলনা,  বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা,  রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যায় তা কমে হয়েছে তেতুলিয়ায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।  এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ছিল ৩৭ দশমিক ৪, এখন তা দুই ডিগ্রি কমে ৩৫ দশমিক ৫ সেলসিয়াস  হয়েছে। এছাড়া  ময়মনসিংহে ছিল ৩৬ দশমিক ৫, এখন দুই ডিগ্রি কমে ৩৪ দশমিক ৫, চট্টগ্রামে ছিল ৩৫ দশমিক ৬, এখন ৩৫, সিলেটে ছিল ৩৬ দশমিক ৪, এখন ৩৫ দশমিক ৫, রাজশাহীতে ছিল  ৩৫ দশমিক ৭, এখন কিছুটা বেড়ে ৩৬, রংপুরে  ছিল ৩৪ দশমিক ৩, এখন ৩৪ দশমিক ৬ খুলনায় ছিল  ৩৬ দশমিক ৫, এখন দুই ডিগ্রি কমে ৩৪ দশমিক ২ এবং বরিশালে ছিল  ৩৬ দশমিক ৩,  এখন তা দুই ডিগ্রি কমে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি 
রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
সর্বশেষ খবর
আইজিপি’র সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
আইজিপি’র সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
পাঁচ দিন বন্ধ থাকবে এনসিসি ব্যাংক
পাঁচ দিন বন্ধ থাকবে এনসিসি ব্যাংক
কঠোর নিরাপত্তায় কাশ্মীরে অমরণাথ তীর্থযাত্রা শুরু
কঠোর নিরাপত্তায় কাশ্মীরে অমরণাথ তীর্থযাত্রা শুরু
আরও ৮ জনের করোনা শনাক্ত
আরও ৮ জনের করোনা শনাক্ত
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’