X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

অবশেষে রাজধানী আকাশে সূর্যের দেখা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ১১:২৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১:৩১

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় জাওয়াদ আসার চার দিন পর আজ সূর্যের দেখা পেয়েছে রাজধানীবাসী। গত শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া হালকা বৃষ্টি রবিবার ভারী বৃষ্টিতে পরিণত হয়। টানা চার দিনের বৃষ্টিতে তাপমাত্রাও কমে আসে। জাওয়াদ পরে বঙ্গোপসাগরেই নিম্নচাপে পরিণত হয়। শেষে লঘুচাপ পরিণত হয়ে দুর্বল হয়ে পড়ে। এরপর গতকাল উঠিয়ে নেওয়া হয় দেশের চার সমুদ্র বন্দর এবং নদী বন্দরগুলোতে দেওয়া সতর্কতা সংকেত। অবশেষে ভোগান্তি থেকে মুক্তি পেলো রাজধানীবাসী।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, লঘুচাপ এখন দেশে একবারেই নেই। তবে চট্টগ্রামের দিকে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আজ পরিষ্কার হয়ে যাবে। আবহাওয়া থাকবে শুষ্ক। তিনি বলেন, ‘এখন থেকেই কমতে শুরু করবে রাতের তাপমাত্রা। এই মাসের শেষ দিকে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’

আবহাওয়া অধিদফতর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ১৯ দশমিক ৫, ময়মনসিংহে ১৮ দশমিক ৫, চট্টগ্রামে ২১ দশমিক ৩,  সিলেটে ২০ দশমিক ৫, রাজশাহীতে ১৭ দশমিক ২,  রংপুরে ১৭ দশমিক ৮,  খুলনায় ১৯ দশমিক ৫ এবং বরিশালে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

 

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বশেষ খবর
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত