X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

অনলাইনে শিশু নির্যাতনের ঝুঁকি বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২১, ১৭:১৪আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৭:১৪

অনলাইনে শিশু যৌন নির্যাতনের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। সংগঠনটি থেকে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম ও যোগাযোগের জন্য অনলাইন নির্ভর হয়ে পড়ছে। ফলে অনলাইনে শিশু যৌন নির্যাতনের ঝুঁকি বাড়ছে। শিশুসুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। অনলাইন ব্যবহারে শিশুদের সুরক্ষায় অভিভাবক, শিক্ষক ও সরকারকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

সোমবার (২০ ডিসেম্বর) সিরডাপ মিলনায়তনে শিশু যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা এই সুপারিশ করা হয়। আইন ও সালিশ কেন্দ্র এই মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে আইন ও সালিশ কেন্দ্রের প্রোগ্রাম সমন্বয়ক অম্বিকা রায় বলেন, শিশুদের শিক্ষা কার্যক্রম চলমান রাখা, শিশু সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা ও স্কুলপড়ুয়া শিশুরা যাতে অনলাইনের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন হয়ে নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে পারে, সর্বোপরি সকল ধরনের যৌন নির্যাতন থেকে শিশুদের সুরক্ষিত রাখতে কী কী পদক্ষেপ নেওয়া দরকার - সে বিষয়ে আলোচনা করা জরুরি হয়ে পড়েছে।

মতবিনিময় সভায় কোডিডকালে শিশু যৌন নির্যাতনের পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং শিশু যৌন নির্যাতন প্রতিরোধে আইন ও সালিশ কেন্দ্র থেকে অভিভাবকদের প্রতি কিছু সুপারিশ রাখেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো - সৃজনশীল গেম খেলার প্রতি শিশুদের উৎসাহিত করা এবং গেজেটের ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করতে হবে; ইনডোর ও আউটডোর খেলাধুলায় শিশুদের অন্তর্ভুক্ত করা; তথ্যপ্রযুক্তি সম্পর্কে অভিভাবকদের যথেষ্ট জ্ঞান থাকা;  শিশুদের ব্যবহারিত ডিভাইস গুলো ভাইরাস মুক্ত রাখা; শিশুদের জন্য অভিভাবকদের গঠনমূলক এবং মানসম্মত সময় দেওয়া; শিশুদের অনলাইন ব্যবহার নিরাপদ রাখতে তাদের মধ্যে এ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।

সরকারের প্রতিও আইন ও সালিশ কেন্দ্রের কিছু সুপারিশ রয়েছে - শিশুদের অনলাইন নিরাপত্তা বিষয়ক কন্টেন্ট, নাটিকা, বিজ্ঞাপন সব চ্যানেলে প্রকাশ করা; শিশুদের মানসিক বিকাশ সম্পর্কিত প্রোগ্রাম ব্যপক আকারে প্রচার প্রসার করা; শিশুদের অনলাইন নিরাপত্তা ও আইন সম্পর্কিত যত ব্যবস্থা আছে তা সহজতর করা, অভিভাবকদের জন্য নতুন ব্যবস্থাপনায় সমন্বিতকরণ বিষয়ক গাইডলাইন প্রনয়ন করা ইত্যাদি।

মতবিনিময় সভায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর  নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামালের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য অ্যারোমা দত্ত। আরও উপস্থিত ছিলেন, মাউশির প্রকল্প পরিচালক রায়হানা তাসলিম, বিটিআরসির উপপরিচালক জিয়ান শাহ কবির প্রমুখ।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খারকিভে রুশ হামলায় নিহত ১০
খারকিভে রুশ হামলায় নিহত ১০
আরও ঘনিষ্ট হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া
আরও ঘনিষ্ট হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া
হাঙ্গেরি মিশনের আগে লড়াইয়ে নামছেন রানী হামিদ-শিরিনরা
হাঙ্গেরি মিশনের আগে লড়াইয়ে নামছেন রানী হামিদ-শিরিনরা
পুড়ে যাওয়া বঙ্গবাজার পাচ্ছে নতুন বিপণি বিতান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পুড়ে যাওয়া বঙ্গবাজার পাচ্ছে নতুন বিপণি বিতান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ