X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ক্ষতিপূরণের দাবিতে অনশনে গ্রিস ফেরত ১৯ অভিবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২২, ১৬:৫০আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৬:৫১

সরকারের কাছে ক্ষতিপূরণ দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন অবৈধ অভিবাসনের দায়ে গ্রিস থেকে দেশে পাঠানো ১৯ জন অভিবাসী। মঙ্গলবার (৪ জানুয়ারি) তৃতীয় দিনের মতো প্রেসক্লাবের সামনে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

অনশনরত ভুক্তভোগীরা জানায়, গত ২০ ডিসেম্বর দিবাগত রাতে আমাদের ১৯ জনকে জোরপূর্বক ফেরত পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে আমরা খুব অসহায় অবস্থায় আছি। কারণ গ্রিসে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকের ১৫ লাখ টাকারও বেশি খরচ হয়েছে। আমরা ধার-দেনা ও জমি-জমা বিক্রি করে, কেউবা ঘর-ভিটা বন্ধক রেখে ও সুদে টাকা নিয়ে আমরা গ্রিসে পাড়ি জমিয়েছিলাম। কিন্তু শূন্য হাতে ফিরে বর্তমানে আমরা এসব ঋণের বোঝা মাথায় আমরা সর্বহারা হয়ে পথে পথে ঘুরছি। তাই আমাদের পক্ষে এত টাকার ঋণ পরিশোধ করাও সম্ভব নয়।

তারা অভিযোগ করেন, তাদের না জানিয়েই বাংলাদেশ অ্যাম্বাসি থেকে ফেরত পাঠানোর জন্য কাগজপত্র দিয়ে দেয় গ্রিস পুলিশকে। পরবর্তী সময়ে ওই রাতে তাদের সবাইকে টানা-হেঁচড়া করে বিমানে তুলে দেয়। এসময় তারা বাংলাদেশ অ্যাম্বাসির লোকজনের সঙ্গে যোগাযোগ করেও কোনও সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেন তারা।

২০১৯ সালে ভিজিট ভিসায় প্রথমে দুবাই গিয়ে তারপর স্বপ্নের দেশ ইউরোপের গ্রিসে পৌঁছান ফেনী জেলার বাসিন্দা সোহেল। অনশনরত এই যুবক দাবি করেন, গ্রিসে পৌঁছানোর পর তার কাছে বৈধ কাগজপত্র ছিল। তিনি বলেন, বৈধ কাগজপত্র থাকায় সেই দেশের সরকার তাদের আশ্রয় ক্যাম্পে নিয়ে যায়, এর ১৮ মাস পর বৈধতা দেয়। কিন্তু বাংলাদেশ অ্যাম্বাসি তাদের জোরপূর্বক দেশে পাঠিয়ে দেয়।

ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে বলেন, আমাদের ক্ষতিপূরণ বাবদ এবং ঋণের হাত থেকে মুক্ত করার জন্য প্রত্যেকে কমপক্ষে ১০ লাখ টাকা করে দেওয়া হোক। একই সঙ্গে, পুনরায় গ্রিসে ভিসা প্রসেসিং চালু হওয়ার পরে সবার আগে তাদের পাঠানোর সবধরনের ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানিয়েছেন তারা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না