X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যাত্রীবাহী বাসে ফেনসিডিল পাচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২২, ০৮:১২আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১০:৩৬

পাবনার ঈশ্বরদী থেকে যাত্রীবাহী বাস সরকার পরিবহনে করে ঢাকায় ফেনসিডিল পাচারেরর সঙ্গে জড়িত বাস চালকসহ চার জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

সোমবার (১০ জানুয়ারি) বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (৯ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গাবতলী থেকে সরকার পরিবহনের একটি বাস থেকে চারশ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাসটির চালক, সুপারভাইজারসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হল— মাদক ব্যবসায়ী হাবিব ইব্রাহিম মানিক (৫০), বাসের সুপারভাইজার মো. মৃদুল খান (২৫), চালক মো. হেলাল উদ্দিন (৪২) ও মাদক ব্যবসায়ী মো. উজ্জ্বল মিয়া (৩৫)।

চক্রটি গত এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে তথ্য আসে। তারা বিভিন্ন কৌশলে ব্যবসা পরিচালনা করছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর প্রাপ্ত তথ্য অনুযায়ী বেশ কিছুদিন ধরে তাদের কার্যক্রম ও গতিবিধি মনিটর করে আসছিল। সর্বশেষ তথ্য আসে যে, চক্রটি পাবনা থেকে ঢাকাগামী সরকার পরিবহনের একটি গাড়িযোগে ঢাকায় অবস্থান করবে।

সে অনুযায়ী অধিদফতরের রমনা ও তেজগাঁও সার্কেলের সমন্বয়ে একটি টিম তাদের মনিটরিং করতে থাকে এবং সরকার পরিবহনের গাড়িটি গাবতলী এলাকায় পৌঁছালে টিমের সদস্যরা গাড়িটির গতিরোধ করে, গাড়িটিতে তল্লাশি করে গাড়ির ড্রাইভার ও সুপারভাইজারের হেফাজতে ড্রাইভারের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত থাকা ৪০০ বোতল ফেন্সিডিলসহ  দুই আসামিসহ (ড্রাইভার ও সুপারভাইজার) মোট চার আসামিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা পাবনার ঈশ্বরদী থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ওই কর্মকর্তা।

/এআরআর/এমএস/ইউএস/
সম্পর্কিত
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!