X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

টিকার বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ লাখের বেশি শিক্ষার্থী

এস এম আববাস
১৩ জানুয়ারি ২০২২, ১২:০০আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৮:০১

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মোট কলেজ ২ হাজার ২৫৭টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মোট শিক্ষার্থী ৩৪ লাখ ২৫ হাজার ৫৩২ জন। এর মধ্যে টিকা নিয়েছেন মাত্র ৮ লাখ ৩৮ হাজার ৯০০ জন। টিকা নেননি ২৫ লাখ ৮৬ হাজার ৬৩২ জন।

গত ১০ জানুয়ারি পর্যন্ত এই পরিসংখ্যান শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে,শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া পরিসংখ্যানের চেয়ে বেশি শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। জানুয়ারির মধ্যে প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব হবে।

জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন,‘দুই-এক দিনের মধ্যে বিস্তারিত তথ্য গণমাধ্যমের কাছে তুলে ধরা হবে।’

জানুয়ারির মধ্যে এসব শিক্ষার্থীর টিকা সম্পন্ন করার বিষয়ে উপাচার্য বলেন, ‘টিকা কার্যক্রমে আমরা বিশেষ ব্যবস্থা নিচ্ছি।  জানুয়ারির মধ্যে ৫০ শতাংশের বেশি শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।’

শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ লাখ ৩৮ হাজার ৯০০ জন টিকা গ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে পুরুষ শিক্ষার্থী রয়েছেন চার লাখ ২৫ হাজার ৬৬৬ জন এবং নারী শিক্ষার্থী রয়েছেন চার লাখ ১২ হাজার ৯৩৪ জন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত মোট শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ৩১ হাজার ৯৯৪ জন। এর মধ্যে একডোজ টিকা নিয়েছেন ৬ হাজার ৯১০ জন এবং দুই ডোজ টিকা নিয়েছেন ১৯ হাজার ৭৭৯ জন। আর টিকার বাইরে রয়েছেন ১৬ হাজার ৯৩২ জন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষক ৮৭ হাজার ৮৬৯ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ১৭ হাজার ৪১৫ জন। আর দুই ডোজ টিকা নিয়েছেন ৭৩ হাজার ৮৫০ জন। টিকার বাইরে রয়েছেন ২৩ হাজার ৪৬২ জন।

গত ১০ জানুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী ৪৪ লাখ ৩৪ হাজার ৪৫১। এর মধ্যে প্রথম ডোজ সম্পন্ন করেছেন ২৩ লাখ ২৮ হাজার ৪৬৮ জন, দ্বিতীয় ডোজ ১৭ লাখ ১৩ হাজার ৩০২ জন।

তিনি জানান, টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ২৭ লাখ ৩১ হাজার ২৮৭ জন। এর মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীই জাতীয় বিশ্ববিদ্যালয়ের। চলতি জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় নেওয়া সম্ভব হবে।

 

/এমআর/আইএ/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক ও ১৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের চিঠি ভুয়া: জাতীয় বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন